বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


লাশবাহী গাড়ি আটকে পুলিশের চাঁদা দাবি ও ড্রাইভারকে মারধর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

শ্রীমঙ্গলে লাশবাহী যান আটকিয়ে পুলিশের অর্থ দাবি ও ড্রাইভারকে মারধরের ঘটনায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। অবরোধের ফলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দু’পাশে কয়েকশ’ যানবাহন আটকে পড়ে। পরে শ্রীমঙ্গল থানার ওসি ও শ্রমিক নেতৃবৃন্দরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, উপজেলার মতিগঞ্জ এলাকার রুবেল নামে এক ড্রাইভার গত শুক্রবার রাতে সিলেটের ওসমানী নগরে সড়ক দুর্ঘটনায় নিহত হন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নিহত ড্রাইভারের লাশ একটি পিকআপ ভ্যানযোগে (গাড়ি নং ঢাকা মেট্রো-ন-১৫৭৩৮১) শ্রীমঙ্গলে নিয়ে যাচ্ছিল। পথে মতিগঞ্জের বটেরতল নামক স্থানে পৌঁছালে অতিরিক্ত যাত্রী নেয়ার অপরাধে সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নান্নু মণ্ডল যানটি আটক করে। পরে চালক ও লাশের স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করে ৫ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করেছেন পিকআপ চালক।

এ ঘটনায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে এলাকাবাসীকে নিয়ে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ শুরু করে। দুপুর ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত অবরোধ চলাকালে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় কয়েকশ’ যানবাহন আটকা পড়ে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি