বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিঠুনের পরিবর্তে লিটন নাকি রুবেল?


আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিঠুনের পরিবর্তে লিটন নাকি রুবেল?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বিশ্বকাপে আজ সোমবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। টন্টনে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। প্রতিযোগিতায় টিকে থাকতে জয়ের বিকল্প নেই বলে জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। অভিন্ন লক্ষ্য নিয়েই মাঠে নামবে উইন্ডিজরা বলে জানান জেসন হোল্ডার।
দুই দল খেলেছে সমান চার ম্যাচ। তাতে এক জয়, আর বৃষ্টির বাধায় এক পয়েন্ট করে পেয়েছে উভয় দল। টিকে থাকতে জয়ের বিকল্প নেই। হারলেই চলে যাবে ব্যাকফুটে। এমন সমীকরণ নিয়েই মাঠে নামবে দল দুটি।
দারুণ ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। তিন ম্যাচে রান তুলেছেন ২৬০। বল হাতেও আলো ছড়াচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। উল্টো চিত্র তামিম ইকবালের ব্যাটে। এখন পর্যন্ত চেনা ছন্দে দেখা যায়নি টাইগার ওপেনারকে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যখন প্রিয় প্রতিপক্ষ, ফর্মে ফিরতে কতক্ষণ? সবশেষ আয়ারল্যান্ড সিরিজে তামিমের ব্যাট ভালোই ভুগিয়েছে ক্যারিবীয়দের।
সঙ্গে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেনরা জ্বলে উঠলে অপ্রতিরোধ্য টাইগাররা। বিশ্বকাপের আগে উইন্ডিজকে হারিয়েই প্রথমবার ত্রিদেশীয় সিরিজের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। এর আগে ক্যারিবীয়দের ঘরের মাঠে হারিয়ে এসেছে টাইগাররা। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে জয়ে ফিরতে চায় টাইগাররা
এছাড়া বল হাতে মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজরাও প্রস্তুত নিজেদের সেরাটা বিলিয়ে দেয়ার জন্য।
অন্যদিকে বিশ্বকাপের পরিসংখ্যান আত্মবিশ্বাসী করছে ক্যারিবীয়দের। এখন পর্যন্ত খেলা চার ম্যাচের একটিতেও ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারেনি বাংলাদেশ। বিশ্বের অন্যতম পাওয়ার হিটার ক্রিস গেইল, শাই হোপ, নিকোলান পুরান, শিমরন হেটমেয়ার, আন্দ্রে রাসেলরা ফর্মে থাকলে যে কোনও দলের বিপক্ষে ৪০০ তোলাটা কঠিন কিছু নয় উইন্ডিজদের কাছে। আবার দলটি ১৫০ রানে গুটিয়ে গেলেও অবাক হবে না কেউ।
হাঁটুর চোটে এই ম্যাচে অনিশ্চিত ক্যারিবীয়দের অন্যতম ভরসা আন্দ্রে রাসেল। আর দু’একটি পরিবর্তন আসতে পারে বাংলাদেশ একাদশেও। দলের মিডল অর্ডার মোহাম্মদ মিঠুনের বদলে ডাক পেতে পারেন লিটন কুমার দাস। পিচের ওপর নির্ভর করে টাইগারদের একাদশে মিঠুনের জায়গায় সুযোগ মিলতে পারে রুবেল হোসেনেরও। এমনটাই জানিয়েছে টিম ম্যানেজমেন্ট সূত্র।
দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ড থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলদেশ টেলিভিশন (বিটিভি), মাছরাঙা, গাজী টেলিভিশন (জিটিভি), স্টার স্পোর্টস-১ ও ২।
দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ
ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেট রক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, কার্লোস ব্রেথওয়েট, শেনন গ্যাব্রিয়েল, শেলডন কটরেল ও ওশানে থমাস।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, লিটন দাস/ রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি