বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ভুলে পাসপোর্ট রেখে প্রধানমন্ত্রীকে আনতে গিয়েছিলেন পাইলট: তদন্ত কমিটি


ভুলে পাসপোর্ট রেখে প্রধানমন্ত্রীকে আনতে গিয়েছিলেন পাইলট: তদন্ত কমিটি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

পাইলট ভুল করেই পাসপোর্ট ফেলে প্রধানমন্ত্রীকে আনতে গিয়েছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সোমবার এ তদন্ত প্রতিবেদন মন্ত্রিপরিষদ সচিবের কাছে জমা দিয়েছে তদন্ত কমিটি। খবর ডিবিসি টিভি

এর আগে ৭ জুন এ ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি কমিটি গঠন করা হয়। গত ৫ জুন বুধবার রাতে ফিনল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে বিমানের ড্রিমলাইনার বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ঢাকা ছেড়ে কাতারের উদ্দেশে রওনা দেয়। কিন্তু পাসপোর্ট ছাড়াই বিমানটি চালিয়ে কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যান পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদ। আর পাসপোর্ট না থাকায় তাঁকে আটকে দিয়েছে কাতার ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পাসপোর্ট না থাকায় কাতার ইমিগ্রেশনে ফজল মাহমুদকে আটকানো হয়। পরে সেখানে তাঁকে একটি হোটেলে থাকার ব্যবস্থা করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি