বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মশা তাড়াতে কর্পূর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

আসছে বর্ষা। এ সময়টায় মশার উপদ্রব অনেক বেড়ে যাবে। তখন সতর্ক না থাকলে ডেঙ্গুর মতো মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য নিজের ঘর থেকে মশা তাড়ানোর ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে কর্পূর হতে পারে সহায়ক একটি উপাদান।

শুধু মশা নয় আরো অনান্য কীট পতঙ্গ দূরীকরণে কর্পূর অনেক কার্যকরী। জেনে নিন কর্পূরের সাহায্যে মশা তাড়ানোসহ অন্যান্য পতঙ্গ যেভাবে দূর করবেন-

মশা দূর করতে কর্পূরের ট্যাবলেট ঘরের কোণে কোণে ছড়িয়ে দিন। এটি শুধু মশাই তাড়াবে না, কাজ করবে রুম ফ্রেশনারেরও।

পিঁপড়ার উপদ্রব থেকে মুক্তি পেতে ক্ষতিকর কীটনাশকের পরিবর্তে পানির সঙ্গে কর্পূর মিশিয়ে ঘরের আঁনাচে কাঁনাচে ছড়িয়ে দিন। পিঁপড়া দূর হবে।

ছারপোকা তাড়াতে কর্পূর অত্যন্ত কার্যকরী। ছারপোকার সমস্যা থেকে মুক্তি পেতে বিছানার চাদর ধুঁয়ে তোষক ও ম্যাটস রোদে দিন।

এরপর একটি বড় কর্পূরের টুকরো কাপড়ে মুড়ে বিছানা ও ম্যাটসের মাঝামাঝি রেখে দিন। এতে বিছানা ছারপোকার উপদ্রব মুক্ত হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি