বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মিসরের ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট মুরসির মৃত্যুর তদন্ত চায় জাতিসংঘ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

জাতিসংঘ মঙ্গলবার মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত ও ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির আদালতে মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে তদন্তের আহ্বান জানিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট এরদোগানও বলেন, মুরসির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন না।

মিসরীয় আদালতে মুরসির মৃত্যুর ঘটনা স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানিয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বলছে, নিরাপত্তা বাহিনীর হেফাজতে যেকোনো মৃত্যুর ঘটনা স্বচ্ছতার সঙ্গে, নিরপেক্ষভাবে, পুঙ্খানুরুপে ও দ্রুত তদন্ত হতে হবে।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মুখপাত্র রুপার্ট কোলভিলে বলেন, ৬৭ বছর বয়সী মুরসিকে আটক রাখার অবস্থা নিয়ে উদ্বেগ ছিলো। তাকে যথাযথ চিকিৎসা সেবা দেয়া, আইনজীবী ও পারিবারিক সদস্যদের সাক্ষাৎ করার সুযোগ দেয়া সংক্রান্ত বিষয়েও উদ্বেগ ছিলো। তাই মৃত্যুর বিষয়টি ক্ষতিয়ে দেখতে বিচার বিভাগীয় একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে।

এরদোগান মঙ্গলবার ইস্তাম্বুলে মুরসির এক গায়েবানা জানাজায় অংশ নিয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি না যে, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। মুরসির মৃত্যুর সঙ্গে অন্যকোনো উপাদান জড়িত থাকতে পারে। কেননা, মুরসির মৃত্যুর ঘটনা ছিলো সন্দেহজনক।’

মুরসির মৃত্যুতে যখন আন্তর্জাতিক মহল ও গণমাধ্যম ব্যাপক সরব তখন এ বিষয়ে নিরব স্থানীয় সংবাদমাধ্যমগুলো। আদালতে মুরসির অসুস্থ হয়ে পড়ার পর তাকে মৃত ঘোষণার বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার পেলেও মঙ্গলবার মিসরীয় কোনো পত্রিকার প্রথম ও শেষ পাতায় দেখা যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি