বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ধূমপানে কণ্ঠনালির ক্যানসার


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ধূমপান স্বাস্থ্যের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনে। যারা ধূমপান করেন তারা কথাটি জানেন কিন্তু কেউই মানেন না। কিন্তু এই ধূমপানই জীবনে ডেকে আনতে পারে মরণব্যাধি ক্যান্সার।

হেড-নেক ক্যান্সারের মধ্যে কণ্ঠনালির ক্যান্সার অন্যতম। এতে নারীদের তুলনায় পুরুষরা আক্রান্ত হয় বেশি। ক্যান্সার কণ্ঠনালির যে কোনো জায়গায় হতে পারে। সাধারণত ধূমপান, অ্যালকোহল, ভাইরাল ইনফেকশন, অপুষ্টি, রেডিয়েশন, জেনেটিক রোগ এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে কণ্ঠনালির ক্যান্সার হয়।

কণ্ঠনালির ক্যান্সার হলে গলা ফ্যাসফ্যাস করা, কণ্ঠস্বর পরিবর্তন হওয়া, গলায় পিণ্ড দেখা দেওয়া, গলায় ঘা হওয়া, গলায় কিছু আটকে আছে এমন অনুভূত হওয়া, কানে ব্যথা, শ্বাসের সাথে দুর্গন্ধ, দীর্ঘদিন কাশি ইত্যাদি লক্ষণ দেখা যায়।

এই সকল লক্ষণ দেখা গেলে যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করতে হবে এবং চিকিৎসা গ্রহণ করতে হবে। কেবল ধূমপায়ীই নয় তার আশপাশে যারা থাকেন তাদের জন্যও ধূমপানের জন্য সৃষ্ট ধোঁয়া ক্ষতিকর। তাই ধূমপান ত্যাগ করাই ভালো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি