শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


‘ফুলকবি’ সুফিয়া কামাল


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

পাঠমগ্ন সুফিয়া কামাল। ছবি: সংগৃহীতপাঠমগ্ন সুফিয়া কামাল। ছবি: সংগৃহীতআবার এসেছে আষাঢ়। কবি সুফিয়া কামালের প্রিয় কদম ফুলে সুসজ্জিত হয়ে। ১০ আষাঢ়, ১৩১৮ বঙ্গাব্দে বরিশালের শায়েস্তাবাদ নওয়াব পরিবারে ‘পুণ্যাহ’ উৎসবের আনন্দ-কলরবে ভবিষ্যতের কবি সুফিয়ার জন্মক্ষণটি আলোকিত হয়ে উঠেছিল।

তিনি নিজেই লিখেছেন: ‘১৯১১ সালের ২০ জুন আমার জন্মদিন।…সৈয়দা সাবেরা খাতুন আমার মা।…সৈয়দ আবদুল বারী বিএল আমার বাবা। আমরা এক ভাই এক বোন।…আমরা মাতামহের গৃহে আদর-যতেœ লালিত-পালিত।’ (একালে আমাদের কাল, ১৯৮৮)

তাঁর সুদীর্ঘ বর্ণিল জীবনের যবনিকা নেমেছিল ১৯৯৯-এর ২০ নভেম্বর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি