বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতের জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৩


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ভারতের জম্মু-কাশ্মীরের কিস্তুয়ার জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পাহাড়ের ওপর থেকে খাদে পড়ে ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। সোমবার সকাল সাড়ে ৭টায় ডোডা পার্বত্য এলাকার শিড়গওয়ারির কাছে এ দুর্ঘটনা ঘটে।

কিস্তুয়ারের ডেপুটি কমিশনার আংরেজ সিং রানা সংবাদ সংস্থা  জানিয়েছেন, কেশ্বান থেকে কিস্তুয়ারে যাওয়ার পথে ডোডা পার্বত্য এলাকার শিড়গওয়ারির কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে পড়ে যায়। এ ঘটনায় ৩৩ জন নিহত ও ২২ জন আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর উদ্ধার অভিযান চলছে। এ ছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার কারণ হিসেবে ডোডা পার্বত্য এলাকার খারাপ রাস্তা, বাসটিতে অতিরিক্ত যাত্রী এবং বাসের দ্রুতগতিকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জম্মু-কাশ্মীরের জ্যেষ্ঠ রাজনীতিবিদ মেহবুবা মুফতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

এর আগে গত ২৭ জুন ওই এলাকায় একটি বাস দুর্ঘটনায় ১১ জন শিক্ষার্থী নিহত হন। তারপর থেকে ওই এলাকায় সব ধরনের প্যাকেজ ট্যুর বন্ধ করে দেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি