শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আফগানিস্তানে তালেবান হামলায় ৫ হামলাকারীসহ নিহত ৯, আহত ১০৫


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট : আফগানিস্তানের রাজধানী কাবুলে সামরিক ও সরকারি ভবনের পাশে সোমবার ট্রাক বোমা বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধে ৩ সেনা ও একজন বেসামরিক নিহত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। আহতদের মধ্যে ৫০টি শিশু রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার লক্ষ্যবস্তু এবং ওই হামলায় নিরাপত্তাকর্মীসহ ৪০ জনকে হত্যা করা হয়েছে বলে তালেবান জানায়। মন্ত্রণালয়টির ইঞ্জিনিয়ারিং ও লজিস্টিক বিভাগের কাছে বিস্ফোরক ভর্তি ট্রাকটির বিস্ফোরণ ঘটানো হয়। প্রায় ৭ ঘন্টা বন্দুক যুদ্ধের পর হামলাকারী পাঁচজনকেই হত্যা করা হয়।

হামলাকারীরা ওই ভবনের ভেতরে প্রবেশ করতে চেষ্টা করলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে ব্যাপক গোলাগুলি হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানিয়েছে। এ ঘটনার পরপরই ওই এলাকাটি বিশেষ বাহিনী ঘিরে ফেলে এবং প্রবেশ পথগুলো সব বন্ধ করে দেয়।
এমন সময় এ হামলার ঘটনা ঘটলো যখন কাতারে মার্কিন দূতের মধ্যস্থতায় ১৮ বছর ধরে চলা আফগান যুদ্ধ অবসানে তালেবানের সঙ্গে ৭ম বারর মত শান্তি আলোচনা চলছে।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, বেসামরিকদের উপর হামলা চালিয়ে তালেবান মানবতার বিরুদ্ধে অপরাধ করছে।
উল্লেখ্য, তালেবানের হামলার ওই এলাকাটিতে বেশ কয়েকটি সামরিক ও সরকারি ভবনসহ ফুটবল ফেডারেশনের দপ্তরও রয়েছে। আহতদের মধ্যে ফুটবল ফেডারেশনের প্রধান ইউসুফ কারগারও রয়েছেন বলে ফেডারেশনের মুখপাত্র শাফি শাদাব জানিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি