শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


এরশাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচে) আইসিইউতে অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি। কারো সঙ্গে কথা বলতে পারছেন না। ক্রমশ অবস্থা অবনতির দিকে যাচ্ছে। ফুঁসফুঁসে ইনফেকশনের চিকিৎসা চলাকালীন এরইমধ্যে কিডনি সমস্যা প্রকট আকার ধারণ করছে। পরিবার ও পার্টির নেতাকর্মীরা এ নিয়ে উদ্বিগ্ন।

গতকাল সকালে এরশাদকে দেখতে সিএমএইচে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বিকালে এরশাদকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

এর আগে রোববার রাতে সামাজিক মাধ্যমে এরশাদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। গতকাল দুপুরে পার্টির পক্ষ থেকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের সংবাদ সম্মেলন করে এরশাদের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, অযথা ভাইয়ের মৃত্যুর গুজব সারা দেশের মানুষের মধ্যে উৎকণ্ঠা বাড়িয়েছে। এরশাদের সব শেষ শারীরিক অবস্থার খবর তারাই জানিয়ে দেবেন। এছাড়া এরশাদের শারীরিক অবস্থার অবনতি হলে আইএসপিআর থেকে জানানো হবে। যতক্ষণ না জানাবে, ততক্ষণ অবধি তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। এটাই ধরে নিতে হবে। তিনি বলেন, ফুসফুসের সংক্রমণ ক্রমশ সেরে উঠলেও কিডনি জটিলতা দেখা দেয়ায় এরশাদকে চিকিৎসকরা এখনো শঙ্কামুক্ত বলছেন না।

জিএম কাদের বলেন, তার বয়স হয়েছে, সে বয়সে শারীরিক জটিলতার দিকটি বিবেচনায় চিকিৎসকরা এখনো তাকে শঙ্কামুক্ত বলছেন না। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। ভাইয়ের অবস্থা আগের দিনের মতো স্থিতিশীল রয়েছে। কালকের পরে আর যখন কোনো অবনতি হয়নি, অবস্থা যেহেতু অপরিবর্তিত আছে, তখন তাকে শুভ লক্ষণ বলছেন চিকিৎসকরা।

তিনি আরো বলেন, তাকে এখন দুই ঘণ্টা আন্ডার প্রেসার অক্সিজেন ও দুই ঘণ্টা নরমাল অক্সিজেন দেয়া হচ্ছে। মেজর কমপ্লিকেশন কমছে। তবে কিডনিতে ইনফেকশনের কারণে ফাংশন করছে না ঠিকমতো।

তিনি এখন ড্রাউজিনেসের মধ্যে আছেন। মেডিকেশনের কারণে তার এখন আধা ঘুম, আধা জাগা অবস্থা। আমি যখন গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই কেমন আছেন? তখন তিনি চোখ মেলে তাকিয়েছেন। এখনো তার সেন্স আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি