বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


গ্যাসের দাম বাংলাদেশে বাড়লো আর ভারতে কমলো


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশে জ্বালানি গ্যাসের দাম আবার বৃদ্ধি পেয়েছে। ১ জুলাই থেকে চুলা প্রতি পূর্বের চেয়ে ১৭৫ টাকা বাড়ানো হয়েছে। আর অপরদিকে পাশ্ববর্তী দেশ ভারত  ১ জুলাই থেকে গ্যাসের দাম কমিয়েছে। তারা সিলিন্ডার প্রতি ১০০ টাকা কমিয়েছে বলে জানাগেছে।

বাংলাদেশে বর্তমানের চেয়ে গড়ে দাম বাড়ানো হয়েছে ৩২ দশমিক ৮ শতাংশ। ১ জুলাই থেকে আবাসিক খাতে দুই চুলার জন্য ৯৭৫ এবং এক চুলার জন্য ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৩০ জুন) বিকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলাম।

বাংলাদেশে দাম বাড়লেও ভারতে কমেছে গ্যাসের দাম। গতকাল ১লা জুলাই থেকে তা কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমায় এখন সিদ্ধান্ত এসেছে। তরলীকৃত গ্যাসের ক্ষেত্রে দু’রকমের দাম কমানো হয়েছে। সেখানে সিলিন্ডারে করে এসব গ্যাস বিক্রি করা হয়। এক্ষেত্রে সরকার বছরে বাড়িপ্রতি ১৪.২ কিলোগ্রামের ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেয়। এর বাইরে গ্যাস সিলিন্ডার কিনতে হলে বাজারমূল্যে কিনতে হয়। তবে উভয় ক্ষেত্রেই দাম কমানো হয়েছে। অনলাইন এনডিটিভি বলছে, দিল্লি ও মুম্বইতে নন-সাবসিডির ক্ষেত্রে প্রতিটি সিলিন্ডারের দাম কমানো হয়েছে প্রায় ১০০ রুপি।

অন্যদিকে ভর্তুকি দেয়া হয় এমন সিলিন্ডারের দাম কমানো হয়েছে প্রায় তিন রুপি। বলা হয়েছে, এলপিজি হিসেবে পরিচিত রান্নার এই গ্যাস পরিবর্তিত দামে জুলাইয়ের প্রথম দিন থেকেই বাজারে বিক্রি হওয়ার কথা। ইন্ডিয়ান অয়েল করপোরেশনের ডাটায় বলা হয়েছে, ভর্তুকির অধীনে নেই এমন ১৪.২ কিলোগ্রামের প্রতিটি সিলিন্ডারের দাম দিল্লিতে কমানো হয়েছে ১০০.৫ রুপি। আর মুম্বইতে কমানো হয়েছে ১০১ রুপি। রাষ্ট্র পরিচালিত ইন্ডিয়ান অয়েল ‘ইন্দানি’ ব্র্যান্ড নামে এলপিজি গ্যাস সরবরাহ করে। বলা হয়েছে, যেসব সিলিন্ডার ভর্তুকির আওতায় তার দাম দিল্লিতে কমানো হয়েছে ৩.০২ রুপি। আর মুম্বইতে কমানো হয়েছে ৩.০৫ রুপি। ভর্তুকি দেয়া হয় না এমন এলপিজি গ্যাস সিলিন্ডারের প্রতিটির পরিবর্তিত দাম দিল্লিতে ৬৩৭ রুপি, কলকাতায় ৬৬২.৫ রুপি, মুম্বইতে ৬০৮.৫ রুপি এবং চেন্নাইতে ৬৫২.৫ রুপি। অন্যদিকে ভর্তুকি দেয়া হয় যেসব এলপিজিতে তার প্রতি সিলিন্ডারের দাম দিল্লিতে ৪৯৪.৩৫ রুপি, কলকাতায় ৪৯৭.৪৭ রুপি, মুম্বইয়ে ৪৯২.০৪ রুপি ও চেন্নাইতে ৪৮২.২৩ রুপি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি