বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামের সেই ‘ঘুষ বোর্ড’ ফেসবুকে ভাইরাল


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট : এই অফিসে যদি কাউকে ঘুষ দিয়ে থাকেন তবে এই বোর্ডে বিবরণ লিখে যাবেন—এমন লেখাসংবলিত একটি বক্স নজর কাড়ছে সাধারণ মানুষের। অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও যেন সতর্ক হয়ে নড়েচড়ে বসেছেন। ঘুষ-দুর্নীতি রুখতে এমনই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। ইউএনওর কার্যালয়ের সামনে গত ২৭ জুন বসানো এই বোর্ডের নাম দেওয়া হয়েছে ‘ঘুষ বোর্ড’।

জানা যায়, হাটহাজারীর ইউএনও রুহুল আমিন কখনোই ঘুষের মতো ভয়ানক ব্যাধিকে কখনোই প্রশ্রয় দেননি। অথচ তাঁরই কার্যালয়ে সম্প্রতি সেবাগ্রহীতার কাছে কর্মচারীর ঘুষ চাওয়ার ঘটনা ঘটে। বিষয়টি উপজেলাজুড়ে ব্যাপকভাবে আলোচিত হয়। এ অবস্থায় ঘুষ লেনদেন ঠেকাতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ঘুষ কাকে দিচ্ছেন? কেন দিচ্ছেন? কত টাকা দিচ্ছেন? যাঁকে দিয়েছেন তাঁর পদ-পদবিসহ লিখে দিলেই তা যাচাইসাপেক্ষে ঘুষখোরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে ইউএনও রুহুল আমিন  বলেন, ‘আমি চাই এই অফিস থেকে সম্পূর্ণভাবে ঘুষবিহীন সেবা দেওয়া হোক। সে জন্য কেউ ঘুষ দিয়ে থাকলে তা সবিস্তারে লিখে বোর্ডে জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি। বোর্ডের নিচের অংশে লক করা দুটি বাক্স দেওয়া আছে। ওই লকের চাবি শুধুই আমার কাছে থাকবে। এতে করে ঘুষখোররা মানসিক চাপে থাকবে এবং লজ্জায় আর এ ধরনের কাজ করতে সাহস পাবে না। আর ধরা পড়লে তো কঠোর ব্যবস্থা নেওয়া হবেই।’

ইউএনও বলেন, ‘পৌরসভাসহ উপজেলার সব ভূমি অফিস যেগুলো আমার নিয়ন্ত্রণে রয়েছে সেগুলোতে এ ধরনের বোর্ড টানিয়ে দেব। এ ছাড়া কৃষি ও সমাজসেবাসহ বিভিন্ন অফিসে এ ধরনের বোর্ড যাতে লাগানো হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের অনুরোধ করব।’ তিনি আরো বলেন, ‘আমি সাহসী মানুষ চাই, যারা এ বিষয়ে লিখবে। কারণ ঘুষ লেনদেনে কাউকে ছাড় দেওয়া হবে না। কারণ বর্তমান সরকার অনেক বেশি বেতন বাড়িয়েছে; বিভিন্ন ধরনের ভাতা ও বোনাস দিচ্ছে। তার পরও কেন তাদের ঘুষ খেতে হবে!’

এদিকে ইউএনওর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। তারা বলছে, সব অফিসেই এ ধরনের ঘুষ বোর্ড বসানো হলে কোনো কর্মকর্তা-কর্মচারী ঘুষ নেওয়ার সাহস করবে না। আর এমন উদ্যোগের ফলে ঘুষ লেনদেনের অনেক তথ্য পাওয়া যাবে। কারণ অনেকে হয়রানির ভয়ে ঘুষ লেনদেনের তথ্য প্রকাশ করতে চায় না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি