শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বার্লিনের এশিয়ান ফুড মার্কেট, ব্যবসার আড়ালে মানবপাচার কেন্দ্র


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট : বার্লিনের এশিয়ান ফুড মার্কেট। মানব পাচারে জড়িতদের একটি বড় আখড়া। জার্মান পুলিশের তদন্ত উঠে এসেছে এ সম্পর্কে নানা তথ্য। মানব পাচারে এই প্রক্রিয়ায় বেশি শিকার হচ্ছে প্রধানত অপ্রাপ্তবয়স্করা।

জার্মান কর্তৃপক্ষের বিশ্বাস, বার্লিন সীমান্তের বড়সড় এই এশিয়ান ফুড মার্কেট থেকেই এই কাজ করছে মানবপাচারকারীরা। শত শত অপ্রাপ্তবয়স্কদের ভিয়েতনাম থেকে পশ্চিম ইউরোপে নিয়ে আসছে সংঘবদ্ধ এই চক্র।

পাবলিক ব্রডকাস্টার আরবিবি২৪ কে তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, সংগঠিত এই অপরাধ চক্রটি ডং জুয়ান সেন্টারকে তাদের কাজে ব্যবহার করছে। এই সেন্টারটি মূলত একটি পাইকারি বাজার। এশিয়ার বিভিন্ন দেশ থেকে ২৫০ ব্যবসায়ী এই সেন্টারে ব্যবসা করছে। ব্যবসার আড়ালে পোল্যান্ড, রাশিয়া আর বাল্টিক দেশগুলো হয়ে জার্মানিতে লোক নিয়ে আসছে অপরাধ চক্রটি।

জার্মান কাস্টমস অফিসের মুখপাত্র মাইকেল বেন্ডের বলেন, মানবপাচারকারীরা অপ্রাপ্তবয়স্কদের অবৈধভাবে জার্মানিতে নিয়ে আসার প্রমাণ তাদের কাছে রয়েছে।

পাচারকারীদের নেটওয়ার্ক
আরবিবি২৪ কে পোল্যান্ড সীমান্তের এক কর্মকর্তা জানান, জার্মানিতে একজনকে নিয়ে আসতে পাচারকারীরা নিয়ে থাকে অন্তত ১০ থেকে ১৫ হাজার ইউরো। জার্মানিতে প্রবেশের পরই এই অর্থ বুঝে নেন তারা। কখনও কখনও বিশাল অংকের ঋণ পরিশোধ করতে পাচারের স্বীকার হওয়াদের বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়তে বাধ্য করা হয় বলেও জানান তিনি।

ভিয়েতনামের এতিমখানা কিংবা দেশটির পথশিশু-যাকে সম্ভব হচ্ছে নিয়ে আসা হয় জার্মানিতে। এরপর এদের দিয়ে পশ্চিম ইউরোপে বিভিন্ন অপরাধমূলক কাজ করানো হয় বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা।

পোল্যান্ডের পোজনান শহরে মানব পাচার নিয়ে বিচার কাজ চলছে। সেখানে পাচারের শিকার হওয়া একজন জানান, ইউরোপে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে নিয়ে আসা হয়। বিনিময়ে, তার গ্রামের বাড়িটি পাচারকারীদের লিখে দেয় তার দাদি।

আধুনিক দাসত্ব
পোল্যান্ডের আইনজীবী আদালতে দাঁড়িয়ে বলেন, খুব দরিদ্র পরিবার থেকে তাদের নিয়ে আসা হয়, এমনকি এতিমখানাকে পর্যন্ত টার্গেট করে পাচারকারীরা। যাদের নিয়ে আসে, তাদের মধ্যে অনেকেই নিখোঁজ হয়ে যান। টাগেসস্পিগেল পত্রিকার এক প্রতিবেদন বলছে, ২০১২ সাল থেকে এখন পর্যন্ত বার্লিনে নিখোঁজ রয়েছেন ভিয়েতনামের চারশত ৭২জন অপ্রাপ্তবয়স্ক নাগরিক৷

মানবপাচারের অভিযোগে ২০১৮ সালে লিটল হ্যানয় নামে পরিচিত ডং জুয়ান সেন্টারে অভিযান চালায় ফেডারেল পুলিশ। সেখান থেকে বেশকিছু কাগজপত্র জব্দ করা হয়। সেসব কাগজপত্রে দেখা যায়, ভিয়েতনাম থেকে জার্মানিতে লোক আনতে, বিয়ের দলিল পর্যন্ত জাল করে তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি