বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতে শিশুপুত্রের রাখা ‘মোদি’ নাম বদলে ফেলতে চান মা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট : মেহনাজ নামে ভারতের উত্তরপ্রদেশের এক মুসলিম নারী সদ্যোজাত শিশুপুত্রের নাম রেখেছিলেন নরেন্দ্র দামোদরদাস মোদি। ২৩ মে নির্বাচনের ফলপ্রকাশের দিন জন্ম নেওয়ায় প্রধানমন্ত্রীর নামে নামকরণ হয়েছিল তার। কিন্তু মাসখানেক পরে এখন শিশুর নাম বদলে ফেলতে চেয়ে আবেদন করেছেন তিনি।

নাম পরিবর্তনের বিষয়ে ওই নারী জানান, ছেলের জন্ম হয়েছিল ১২ মে। কিন্তু তার মামাত ভাই মুস্তাক আহমেদ তাকে বুঝিয়েছিলেন, প্রধানমন্ত্রীর নামে সন্তানের নাম রাখা উচিত। তাতে সারা দেশের নজর কাড়া যাবে। ওই মামাত ভাই একটি স্থানীয় সংবাদপত্রের সাংবাদিক। এর দু-দিন পরে, ২৫ মে হিন্দুস্তান নামে ওই সংবাদপত্রের লখনৌ সংস্করণে মেহনাজের ছেলের খবর প্রকাশিত হয়। মুস্তাকের সঙ্গে একযোগে ওই প্রতিবেদন লেখেন ব্যুরো চিফ কামার আব্বাস।
সংবাদমাধ্যমে ওই খবর প্রকাশিত হওয়ার পরেই ভারতজুড়ে হইচই শুরু হয়ে যায়। তাদের বাড়ির সামনে উপচে পড়ে সংবাদমাধ্যমের ভিড়। এরপর থেকেই তাদের প্রতি বিরূপ হন প্রতিবেশীদের একাংশ।

মেহনাজ জানান, তাকে এড়িয়ে চলছেন গ্রামের বাসিন্দাদের একাংশ। এ বছর ঈদের সময়ও বাড়িতে আসেননি প্রতিবেশিরা।
সম্প্রতি মেহনাজ বলেন, “আমার মামাত ভাই সাংবাদিক। ও-ই আমাকে বুঝিয়েছিল ছেলের নাম নরেন্দ্র দামোদারদাস মোদি রাখা উচিত। জন্মতারিখ ভুল বলার কথাও ও-ই শিখিয়ে দিয়েছিল। সংবাদমাধ্যমকে কী বলতে হবে, তা-ও শিখিয়ে দিয়েছিল। যা করার ও-ই করেছে। এখন দেখছি বড় ভুল হয়ে গেছে। আমি অশিক্ষিত মানুষ। বুঝতে পারিনি। নরেন্দ্র মোদি সম্পর্কেও বিশেষ কিছু আমি জানি না।”
সম্প্রতি ছেলের নাম আফতাব রাখতে চান বলে জেলাপ্রশাসকের কাছে আবেদন করেছেন মেহনাজ।

সূত্রের খবর, মেহনাজের স্বামী দুবাইতে কর্মরত। ছেলের নাম সংক্রান্ত বিতর্কের খবর পেয়ে তিনি অত্যন্ত বিরক্ত। সংসার চালানোর জন্য প্রতি মাসে ৪০০০ রুপি বাড়িতে পাঠাতেন তিনি। বিতর্কের জেরে সেই টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন। মেহনাজের কথায়, “আমার কোনো রোজগার নেই। স্বামীর টাকাই ভরসা। জানি না এখন কী করে চলবে!”

মেহনাজের দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন মুস্তাক। তার কথায়, “ও নিজেই আমাকে বলেছিল ছেলের নাম প্রধানমন্ত্রীর নামে রাখতে চায়। এখন চাপে পড়ে অন্য কথা বলছে। একই কথা বলেছেন কামার আব্বাস নামের ওই সিনিয়র সাংবাদিকও।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি