বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


২৫ বছর পর শেখ হাসিনার ট্রেনে হামলা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

প্রায় ২৫ বছর পর গতকাল বুধবার সকাল ১১টা ৫২ মিনিট থেকে পাবনার স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুস্তম আলী এ রায় দেন।

পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে বোমা হামলা ও গুলি করার ঘটনায় দায়ের করা মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ২৫ জনকে যাবজ্জীবন সাজা ও ১৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সাজাপ্রাপ্ত সবাইকে অর্থদণ্ডও দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় মামলার ৫২ আসামির মধ্যে ৩৩ জন উপস্থিত ছিল। পলাতক রয়েছে ১৪ জন এবং বিচার চলাকালে মারা গেছে পাঁচজন।

আলোচিত এ মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু, তাঁর দুই ছোট ভাই বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ ও রেজাউল করিম শাহীন, পাবনা জেলা বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এ কে এম আখতারুজ্জামান, ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, পৌর যুবদলের সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, শামছুল আলম, শহীদুল ইসলাম অটল ও আজিজুর রহমান। তাঁদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনের মধ্যে জাকারিয়া পিন্টু পলাতক।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন বিএনপি নেতা আমিনুল ইসলাম, আজম হোসেন খোকন, ইসমাইল হোসেন জুয়েল, আলাউদ্দিন বিশ্বাস, সামসুর রহমান, আনিসুর রহমান, আক্কেল আলী, রবি, এনাম, আবুল কাশেম, বাবু, মামুন, সেলিম, কল্লোল, তুহিন, শাহ আলম লিটন, আবদুল্লাহ আল মামুন, লাইজু, আব্দুল জব্বার, পলাশ, হাকিমুদ্দিন টেনু, আলমগীর, আবুল কালাম ও পায়েল। তাঁদের প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছর করে কারাবাসের নির্দেশ দেওয়া হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে আমিনুল ইসলাম আমিন, আনিসুর রহমান, রবি, আবুল কাশেম, বাবু, মামুন, আব্দুল্লাহ আল মামুন, লাইজু ও আবুল কালাম পলাতক।

১০ বছর সাজাপ্রাপ্ত ১৩ আসামি হলেন বিএনপি নেতা ও ঈশ্বরদী উপজেলার শাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেফাউর রহমান রাজু, ডাবলু, সাবেক ছাত্রদল নেতা ও ঈশ্বরদী পৌরসভার বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, ছাত্রদলের সাবেক নেতা রনো, বরকত, চাঁদ আলী, এনামুল কবির, মোক্তার, হাফিজুর রহমান, হুমায়ুন কবির দুলাল, জামরুল, তুহিন বিন সিদ্দিক ও ফজলুর রহমান। তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই আসামিদের মধ্যে চারজন পলাতক। তাঁরা হলেন জামরুল, চাঁদ আলী, হুমায়ুন কবির দুলাল ও রনো।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) আখতারুজ্জামান মুক্তা সাংবাদিকদের বলেন, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর সাংগঠনিক সফরের অংশ হিসেবে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা ট্রেনে করে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে খুলনা থেকে নীলফামারীর সৈয়দপুর যাওয়ার পথে ঈশ্বরদী স্টেশনে পৌঁছলে বিএনপির নেতাকর্মীরা ট্রেনে ও শেখ হাসিনার কামরায় বোমা হামলা ও গুলিবর্ষণ করে। ঈশ্বরদী স্টেশনে আওয়ামী লীগের সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগকে সমাবেশ করতে বাধা দেয়। হামলার ঘটনায় রেলওয়ে পুলিশের (জিআরপি) ওসি নজরুল ইসলাম বাদী হয়ে তৎকালীন ছাত্রদল নেতা ও বর্তমানে ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক (স্থগিত কমিটি) জাকারিয়া পিন্টুসহ সাতজনকে আসামি করে মামলা করেন। মামলা দায়েরের পরের বছর পুলিশ কোনো সাক্ষী না পেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল। কিন্তু আদালত সে অভিযোগপত্র গ্রহণ না করে অধিকতর তদন্তের জন্য মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠান। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পুলিশ মামলাটি পুনঃ তদন্ত করে। নতুন করে ঈশ্বরদীর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ ৫২ জনকে আসামি করে ১৯৯৭ সালের ৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়।

গেছে, গত রবিবার আদালতে আসামিদের সাফাই সাক্ষী উপস্থাপনের নির্ধারিত দিন ছিল। ৩০ জন আসামি কোনো সাক্ষী উপস্থাপন না করে আদালতে জামিন আবেদন ও সময় প্রার্থনা করেন। আদালত তাঁদের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর গত সোমবার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন। গত মঙ্গলবার মামলার আরো দুই আসামি ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু ও বিএনপি নেতা আব্দুল হাকিম টেনু আদালতে আত্মসমর্পণ করেন। অন্যদিকে পুলিশ ওই দিন রাতেই আরেক আসামিকে গ্রেপ্তার করে।

রায় ঘোষণার পর আদালত চত্বরে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করে এবং মিষ্টি বিতরণ করে। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি