বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লার লাকসাম উপস্বাস্থ্য কেন্দ্র ৭ লাখ টাকায় সংস্কার, হস্তান্তরের ৪ দিনের মাথায় ব্যবহার অনুপযোগী


কুমিল্লার লাকসাম উপস্বাস্থ্য কেন্দ্র ৭ লাখ টাকায় সংস্কার, হস্তান্তরের ৪ দিনের মাথায় ব্যবহার অনুপযোগী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৭.২০১৯

স্টাফ রিপোর্টার:

লাকসামে সংস্কার কাজ শেষে কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের মাত্র ৪ দিনের মাথায় বৃষ্টির পানিতে এ স্বাস্থ্য কেন্দ্রটির মেঝে সয়লাব হয়ে যায়। বৃষ্টির পানিতে ওষুধপত্র ও আসবাবপত্রসহ মূল্যবান নথিপত্র ভিজে একাকার। এতে চিকিৎসা নিতে আসা রোগী সাধারণ ও ডাক্তার ভোগান্তিতে পড়ে। ইতিপূর্বে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে লাকসাম উপ স্বাস্থ্য কেন্দ্রের সংস্কার কাজ শেষ হয়েছে।

জানা গেছে, লাকসাম পৌরশহরের থানা কমপ্লেক্সের অদূরে অবস্থিত লাকসাম উপ স্বাস্থ্য কেন্দ্রটি প্রায় দেড়শ’ বছর আগে এ অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসার্থে স্থাপন করা হয়। জমিদার আমলে প্রায় ৭০ শতক ভূমির উপর প্রতিষ্ঠত এ উপ-স্বাস্থ্যকেন্দ্রটি নানা সমস্যায় জর্জরিত। এ বিষয়ে বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশের পর গত ১৩ই মার্চ সংস্কার কাজ শুরু হয়। প্রায় ৭ লাখ টাকায় মেসার্স কলি এন্টারপ্রাইজ চৌচালা টিনশেড স্বাস্থ্যকেন্দ্রটি একচালায় রূপ দিয়ে সংস্কার শেষে গত ৩রা জুলাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। কিন্তু হস্তান্তরের ৪ দিনের মাথায় সামান্য বৃষ্টিতেই চাল গড়িয়ে ভেতরে পানি পড়ে মেঝে সয়লাব হয়ে যায়। এতে ওষুধ, আসবাবপত্র, নথিপত্র ভিজে যায়। ভোগান্তিতে পড়ে রোগীসাধারণ ও চিকিৎসক-কর্মচারী।

অভিযোগ রয়েছে- উপস্বাস্থ্য কেন্দ্রটি সংস্কার কাজে নতুন ফ্যান দেয়ার কথা থাকলে পুরনো ফ্যান দিয়ে কাজ চালিয়ে দেয়া হয়েছে। দেয়া হয়নি পানির ট্যাংকি ও বেসিন। ফ্লোরের কাজ করা হয়েছে কোনোমতে দায়সারাগোচের। এতে ক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয় লোকজন জানায়, টিন শেড ও বাশের বেড়া দিয়ে নির্মিত এক সময়কার এ দাতব্য চিকিৎসালয়টি এখন লাকসাম উপ-স্বাস্থ্যকেন্দ্র নামে পরিচিত। এ স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য সেবা ও পরিবার পরিকল্পনা সেবা হয়। প্রতিদিন অন্ততঃ শতাধিক রোগী উপজেলার বিভিন্ন এলাকা থেকে এখানে চিকিৎসা নিতে আসে। এদের অধিকাংশই হতদরিদ্র নারী ও শিশু। কিন্তু এ উপস্বাস্থ্যকেন্দ্রটি লাকসাম শহরের কেন্দ্রস্থলে হলেও আজো তাতে আধুনিকতার ছোঁয়া লাগেনি। আধুনিক স্থাপনা, সীমানা প্রাচীর কিছুই নেই। যে কোন সময় বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে শত কোটি টাকা মূল্যমানের অরক্ষিত বিশাল সম্পত্তি।

গত রোববার কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের উপসহকারি প্রকৌশলী (স্বাস্থ্য) মোহাম্মদ রনি উপস্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, উপরোক্ত সমস্যার বিষয়ে ঠিকাদারের সাথে আলাপ হয়েছে। পূনঃরায় কাজ না করলে জামানত থেকে কর্তন করা হবে।

লাকসাম উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েত বেগম জানান, বৃষ্টির পানি রুমের ভেতরে ঢুকে ওষুধ, নথিপত্র, আসবাবপত্র ভিজে গেছে। রোগী দেখা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নিশাত সুলতানা জানান, সংস্কার কাজ শেষে গত ৩রা জুলাই লাকসাম উপ-স্বাস্থ্য কেন্দ্রটি আমাকে বুঝিয়ে দেয়া হয়েছে। কিন্তু চৌচালা ভেঙ্গে একচালা টিনশেড দেয়ায় এবং পানির ট্যাংকি ও বেসিন না দেয়াসহ চাল দিয়ে ভেতরে পানি পড়ার বিষয়ে আপত্তি জানালে ঠিকাদার পূণঃরায় কাজ করে দেয়ার আশ্বাস দেয়। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে জানানো হবে।

এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান কলি এন্টারপ্রাইজের পরিচালক শাহাবুদ্দিন জানান, ইঞ্জিনিয়ারের স্টিমিট অনুযায়ীই সকল কাজ করেছি। চাল দিয়ে পানি পড়ার খবর পেয়ে মিস্ত্রি পাঠিয়েছি ঠিক করার জন্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি