বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আইন আদালত » খালেদা জিয়াকে ওকালত নামায় স্বাক্ষর করতে না দেয়ায় স্বরাষ্ট্র সচিবসহ পাচঁজনকে আইনি নোটিস


খালেদা জিয়াকে ওকালত নামায় স্বাক্ষর করতে না দেয়ায় স্বরাষ্ট্র সচিবসহ পাচঁজনকে আইনি নোটিস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ওকালত নামায় স্বাক্ষর করতে না দেয়ায় স্বরাষ্ট্র সচিবসহ পাচঁজনকে আইনি নোটিস পাঠানো হয়েছে। মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সাল কামাল রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিস পাঠান।

স্বরাষ্ট্র সচিব, ঢাকা জেলা প্রশাসক, পুলিশ প্রধান, আইজি প্রিজন ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সুপার বরাবর এ নোটিস পাঠানো হয়।

৪৮ ঘন্টার মধ্যে প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে যথাযথ আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে নোটিসে উল্লেখ করা হয়।

কায়সার কামাল বলেন, বেগম জিয়া দীর্ঘ দিন ধরে কারাগারে আছেন। আইনগত অধিকার থেকে বার বার তাকে বঞ্চিত করা হচ্ছে। তাকে ওকালত নামায় পর্যন্ত স্বাক্ষর করতে দেওয়া হচ্ছে না। যেটা একজন বন্দির অধিকারের পড়ে। এটা তার আইনগত অধিকার, সাংবিধানিক অধিকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি