শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ছোট্ট শিশুরাও ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন


ছোট্ট শিশুরাও ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নারী-পুরুষ নির্বিশেষে হাতে প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে সড়ক অবরোধ করে ধর্ষনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রছাত্রী ও সচেতন নাগরিক সমাজের যৌথ আয়োজনে শতশত মানুষ একাধিক প্লাকার্ড হাতে সড়কে অবস্থান করে । এসময় তাদের হাতে ব্যানার ফেস্টুনে বিভিন্ন স্লোগান দেখতে পাওয়া যায়। যার মধ্যে উল্লেখযোগ্য “আমার শিশুকন্যার ফ্রকে ধর্ষণের রক্ত কেন!””ধর্ষকের উল্লাস ধর্ষিতার কান্না মেনে নেব আর না””নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি” “শাস্তির মাধ্যমে ধর্ষকের সংশোধন নয়, বিনাশ চাই”

মানববন্ধনে অংশগ্রহণকারী শামসুন্নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা বলেন, আজ ছোট্ট শিশুরাও ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না। শুধু তাই নয় তাদেরকে ধর্ষণের পর হত্যাও করা হচ্ছে। এটা কখনো মানা যায়না। তিনি বিশেষ ট্রাইব্যুনালে ৩০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান।

পরবর্তী ধর্ষিতা আমি হবার আগে আমার সুরক্ষা রাষ্ট্রকে বুঝিয়ে দিতে হবে এমন কথার জবাবে সাবেক ছাত্রলীগ নেতা জয়দেব নন্দী বলেন, আগে নারীদেরকে সামাজিকভাবে ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখা হতো। এখন তারা ঘর থেকে বেরিয়ে এসেছে তারা মুখ খুলছে।

জয়দেব নন্দী আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী ধর্ষণের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল নাগরিককে সামাজিকভাবে একাত্ন হয়ে ধর্ষণ প্রতিরোধের আহ্বান জানান।

পরিবেশ বিজ্ঞানী ড. কানিজ আকলিমা সুলতানা বলেন, একটা পরিবারে কেউ যদি ধর্ষিত হয় সেই পরিবার আর কখনো মাথা উঁচু করে সমাজে দাঁড়াতে পারে না। আমরা ভাবতেও পারি না ধর্ষণের পর সেই পরিবারের কি অবস্থা হয়! একই কারণে ১৯৭১ সালে পাকিস্থানীরা আয়াদের মা-বোনদের ধর্ষণ করেছিল। ধর্ষণ প্রতিরোধে সামাজিকভাবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি