শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ঢাকা-বেনাপোল ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১৭ জুলাই


ঢাকা-বেনাপোল ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১৭ জুলাই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ১৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বেনাপোল ও যশোর রেলস্টেশন পরিদর্শনকালে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে ৩ জুলাই এই ট্রেন সার্ভিসের উদ্বোধনের কথা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী ওই দিন সময় দিতে পারবেন না, তাই ১৭ জুলাই পুনঃনির্ধারিত হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল অফিসার শাহ নেওয়াজ ট্রেন উদ্বোধনের নতুন তারিখের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

বেনাপোলের স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, ‘মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি অবহিত করেছেন। ট্রেন চলাচল সংক্রান্ত কাজের অগ্রগতি প্রায় সম্পন্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সার্ভিস উদ্বোধন করবেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেনাপোল এক্সপ্রেস, বন্দর এক্সপ্রেস ও ইছামতি এক্সপ্রেস নামে ট্রেনের তিনটি নাম দেওয়া হয়েছে। কিন্তু কোন নামটি সিলেক্ট হবে তা বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রীই নাম ঠিক করবে।

ভারত-বাংলাদেশ চেম্বারের ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির চেয়ারম্যান মতিউর রহমান জানান, রেলওয়ের মহাপরিচালক (ডিজি) শামসুজ্জামানের সঙ্গে তার কথা হয়েছে। প্রধানমন্ত্রী ১৭ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল-ঢাকা রেল সার্ভিসের উদ্বোধন করবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি