শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রবল বর্ষণে ওয়াশিংটনের হোয়াইট হাউজের বেজমেন্ট প্লাবিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৭.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

প্রবল বর্ষণে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের বেজমেন্ট প্লাবিত হয়েছে। এতে প্রিন্ট, রেডিও ও টেলিভিশন সাংবাদিকদের ওয়ার্কস্পেস ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য হিল, টাইম

প্রবল বর্ষণে রাজধানীর বিভিন্ন পাতাল রেল পথে পানি জমে ট্রেন চলাচলে অচল হয়ে পড়ে। তাছাড়া ওয়াশিংটন স্মৃতিস্তম্ভের সামনের সড়ক ডুবে গেছে। এতে আটকা পড়ে অনেক যানবাহন । গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া নিয়ে সতর্ক করেছে দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর। এলাকায় বসবাসরত সাধারণ জনগণকে নিচু জায়গা ছেড়ে উঁচু জায়গায় অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে।

দেশটির সরকারি বা ঐতিহাসিক দলিল-দস্তাবেজ সংরক্ষণাগার ডি.সি ন্যাশনাল আর্কাইভসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। উল্লেখ, এখানে প্রধান সংবিধানসহ বিভিন্ন ঐতিহাসিক দলিল ওই সংরক্ষণাগারে রাখা আছে। তবে, এসব ভিজে যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি