[bangla_day],[english_date]


ছয় মাসে প্রতিবন্ধী শিশু সহ ৪৯৬ শিশু ধর্ষণের শিকার!


পূর্বাশা বিডি ২৪.কম :
11.07.2019

ডেস্ক রিপোর্ট :

জুলাই মাসে গত ৭ দিনে ৪১ শিশু ধর্ষণের শিকার হয়েছে। যার মধ্যে ৬ শিশুকে গণধর্ষণ, ৫ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ ও তিনজন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া ১০ শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

২০১৯ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ৪৯৬ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। ২০১৮ সালের ১২ মাসে ছিল ৫৭১ জন। গত বছরের তুলনায় এ বছরের প্রথম ৬ মাসে দেশে শিশু ধর্ষণ বেড়েছে ৪১ শতাংশ হারে, যা অত্যন্ত আশঙ্কাজনক। এর মধ্যে ৫৩ শিশুকে গণধর্ষণ এবং ২৭ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ এবং ২৩ জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া ৭৪ শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। মাসে গড়ে ৮০টির অধিক শিশু ধর্ষণের শিকার হয়েছে। যা অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।

অধিকার ফোরামের পরিচালক আবদুছ শহিদ মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ধীর গতির কারণে এসব ঘটনা ঘটেছে।এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি