শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » আন্দোলন এবং নিবার্চনে ব্যর্থ হয়ে এখন অপপ্রচার চালাচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের


আন্দোলন এবং নিবার্চনে ব্যর্থ হয়ে এখন অপপ্রচার চালাচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

দেশ গণতন্ত্র সংকটে রয়েছে বিএনপি নেতাদের এমন দাবির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: দেশের কোথাও গণতন্ত্রের সংকট নেই। বিএনপিতেই গণতন্ত্রের সংকট চলছে।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংসদ নির্বাচনে জয় লাভ করেও শপথ না নিয়ে ঐ আসনে উপ-নির্বাচনে তাদের দল থেকে অন্যজনকে মনোনয়ন দিয়েছে এটা কোন নীতি, কোন আর্দশ, কোন গণতন্ত্র।

আওয়ামী লীগের সামনে কঠিন চ্যালেঞ্জ; সরকারকে কোণঠাসা করার জন্য, বিপদে ফেলার জন্য তৎপরতা চালাচ্ছে বিরোধী পক্ষ বলে এ সময় সতর্কবার্তা দেন আওয়ামী সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগ জনগণের স্বার্থে কাজ করে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: দেশের জনগণের প্রতি আওয়ামী লীগের দায়বদ্ধতা রয়েছে। জনস্বার্থকে ঘিরেই আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর সকল কাজ। বিএনপির জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। তারা নেতিবাচক রাজনীতি করে। যারা নেতিবাচক রাজনীতি করে তাদের মুখে এসব কথা মানায় না।

তিনি আরও বলেন: আন্দোলন এবং নিবার্চনে ব্যর্থ হয়ে এখন অপপ্রচার চালাচ্ছে বিএনপি, অপপ্রচারই তাদের একমাত্র পুঁজি।

শেখ হাসিনার কারণে খালেদা জিয়ার মুক্তি হচ্ছে না বিএনপির নেতাদের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন: খালেদা জিয়ার মুক্তি সরকারের কোনো বিষয় নয়। এটা সম্পূর্ণ বিচার বিভাগের এখতিয়ার। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিএনপির হিম্মত থাকলে আন্দোলন করে বেগম জিয়াকে মুক্ত করে দেখাক।

তিনি আরও বলেন: বর্তমান সরকার কোনোদিনই বিচার বিভাগে হস্তক্ষেপ করেনি, খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি কেন আন্দোলন করছে না? তাদের ডাকে জনগণ আর সাড়া দেয় না, এটা তাদের নেতিবাচক রাজনীতির ফসল, এখানে আওয়ামী লীগের কিছু করার নেই।

দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে কর্মী সভায় আরও বক্তৃতা করেন দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি, সাংসদ নূরুল আমীন রুহুল, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল প্রমুখ।

 

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি