শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » ৩ স্কুলছাত্রীকে অপহরণ,যেভাবে অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেলেন বর্ষা


৩ স্কুলছাত্রীকে অপহরণ,যেভাবে অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেলেন বর্ষা


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

গাজীপুর থেকে অপহরণ হওয়া তিন স্কুলছাত্রীকে রাজশাহী নেয়ার পথে মাইক্রোবাস থেকে লাফিয়ে রক্ষা পান বর্ষা নামের এক কিশোরী। কিন্তু অপর দু’জনকে নিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা। তবে তাদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের জন্য ইতিমধ্যে অভিযানের পাশাপাশি মেট্রোপলিটন ও জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১০ জুলাই) রাত ৮টার দিকে বৃষ্টির মধ্যেই মাইক্রোবাস থেকে লাফিয়ে দৌড় দিয়ে নিজেকে রক্ষা করে বর্ষা।

এ বিষয়ে পুলিশ জানায়, বৃষ্টির কারণে বুধবার (১০ জুলাই) রাত আটটার দিকে রাজশাহী নগরীর তালাইমারি এলাকায় যানজটের সৃষ্টি হয়। এসময় একটি মাইক্রোবাস থেকে বের হয়ে দৌড়ে সড়কের পাশে চলে যায় স্কুলড্রেস পড়া এক কিশোরী। তাড়াহুড়ো করে মাইক্রোবাসটি ওই এলাকা থেকে চলে যায়। আতঙ্কিত মুখ দেখতে পেয়ে মাইক্রোবাস থেকে নেমে আসার কারণ জানতে চান স্থানীয়রা। তাকে অপহরণ করা হচ্ছিলো বলে জানালে, মতিহার থানা পুলিশকে খবর দেন তারা। পরে তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়।

নিজের দুঃসাহসিকতা দেখিয়ে লাফিয়ে পড়ে রক্ষা পাওয়া কিশোরী নাসরিন আক্তার বর্ষা পুলিশকে বলেন, বুধবার (১০ জুলাই) সকালে গাজীপুরের শ্রীপুরে সে ও তার দুই বান্ধবীকে মাইক্রোবাসে তুলে নেয় একটি চক্র। এসময় তাদের অজ্ঞান করা হয়। নাসরিন আক্তার বর্ষা বলেন, ‘আমার দুই বান্ধবীকে আগে তুলে পড়ে আমাকে তুলেছে, আমি চিৎকার করলে আমার মুখ চেপে ধরেছে।’

এদিকে, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চক্রটিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রাখার কথা জানালেন মতিহার থানার ওসি। ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ‘অপরাধীদের ধরার জন্য আমরা সব রকমের চেষ্টা চালাচ্ছি।’

তবে জানা গেছে অপহরণ হওয়া অপর দু’জন বান্ধবী মেঘলা ও জোতি, গাজীপুরের মাওনা বহুমুখী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।

 

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি