বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » অবশেষে বার্সেলোনায় মেসি-সুয়ারেজের পাশে গ্রিজম্যান


অবশেষে বার্সেলোনায় মেসি-সুয়ারেজের পাশে গ্রিজম্যান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৭.২০১৯


স্পোর্টস ডেস্কঃ

আগামী মৌসুম থেকে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের পাশে দেখা যাবে আঁতোয়া গ্রিজম্যানকে। পাঁচ বছরের জন্য বার্সেলোনার সঙ্গে চুক্তি করবেন বিশ্বকাপজয়ী এই ফরাসি ফরোয়ার্ড।

বার্সেলোনা তাদের অফিসিয়াল টুইটারে  গ্রিজম্যানের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘আঁতোয়া গ্রিজম্যান বার্সার নতুন খেলোয়াড়।’

২০১৮-১৯ মৌসুমের শেষ দিকে ওয়ান্দা মেত্রোপলিতানো ছাড়ার ঘোষণা দেন গ্রিজম্যান। নতুন ঠিকানা হিসেবে ক্যাম্প-ন্যুয়ে আসার জল্পনা চলতে থাকে তখন থেকেই। অ্যাথলেটিকো মাদ্রিদও জানিয়েছিল, গ্রিজম্যানের বার্সাতে যাওয়ার খবর। কিন্তু মাঝখানে দু’পক্ষের বনিবনা হচ্ছিল না। চুক্তিটা তাই ছিল দোদুল্যমান অবস্থায়। অবশেষে সব শঙ্কা কাটিয়ে বার্সেলোনাতে যোগ দিচ্ছেন গ্রিজম্যান।

অ্যাথলেটিকোকে গ্রিজম্যানের রিলিজ ক্লজ ১২০ মিলিয়ন ইউরো ইতোমধ্যে পরিশোধ করে দিয়েছে বার্সেলোনা। এই অর্থ জমা পড়েছে লা লিগার হেডকোয়ার্টারে। গ্রিজম্যান ৫ বছরের চুক্তিতে রাজি হয়েছেন। ৩০ জুন ২০২৪ পযর্ন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন তিনি। বার্সাতে তার রিলিজ ক্লজ ৮০০ মিলিয়ন ইউরো।

গ্রিজম্যান গত মৌসুমেই কাতালানদের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু নিজেই ফিরিয়ে দেন সেই লোভনীয় প্রস্তাব। কিন্তু গত মৌসুম শেষে মনস্থির করেন ক্যাম্প-ন্যুয়ে আসার। শুরুতে লস রোজিব্লাঙ্কোসরা তার রিলিজ ক্লজ ধরে ২০০ মিলিয়ন ইউরো। জুলাইতে তা নামিয়ে আনা হয় ১২০ মিলিয়ন ইউরোতে। তবে অ্যাথলেটিকো তাদের সেরা খেলোয়াড়কে আরেকটি মৌসুম রেখে দিতে চেয়েছিল।

কিন্তু গ্রিজম্যানের স্বপ্ন চ্যাম্পিয়নস লিগ জয়ের। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ এবং অ্যাথলেটিকোর হয়ে ইউরোপা লিগ জিতলেও ক্লাব শ্রেষ্ঠত্বের সেরা মুকুট চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি তার। যার কারণে বার্সাকে নতুন ঠিকানা হিসেবে বেছে নিলেন এই ২৮ বছর বয়সী ফরাসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি