বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা চিড়িয়াখানা বিনোদন কেন্দ্রে ফেলা হচ্ছে সিটি কর্পোরেশনের ময়লা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৭.২০১৯

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা চিড়িয়াখানায় ফেলা হচ্ছে সিটি কর্পোরেশনের ময়লা, বিনোদন কেন্দ্র এখন আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। অনেক বিনোদন কেন্দ্রের মধ্যে একটা বিনোদন কেন্দ্র হচ্ছে কুমিল্লা চিড়িয়াখানা।

এর মধ্যে কুমিল্লার সিটি মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যান মিলে উদ্যেগ নিয়ে শহরের আবর্জনা ফেলে এই উপহার দিলেন।

যার উপর সবাইর নজর পড়ে না, অথচ এইটাই নাকি সরকারি প্রতিষ্ঠান। কারোর কোন উদ্যোগ নেই এই প্রতিষ্ঠানটাকে নিয়ে। অবহেলায় জর্জরিত এই প্রতিষ্ঠানে নেই কোন উল্লেখ যোগ্য পশুপাখি। তাই এই প্রতিষ্ঠানটাকে নিয়ে ইজারাদার সহ সবাই চিন্তিত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চিড়িয়াখায় প্রবেশের মূল ফটকের ভিতরেই সিটি কর্পোরেশনের ময়লার স্তুপ। সিটি কর্পোরেশনের ময়লা চিড়িয়াখানায় কেন? এ প্রশ্নের কোন উত্তর দিতে পারে নি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

এমনিতেই চিড়িয়াখানায় নেই দেখার মতো কোন পশুপাখি। ফলে ভ্রমণ পিপাসুদের আর আকর্ষন করেনা কুমিল্লার অন্যতম এই বিনোদন কেন্দ্র। তার উপর ময়লা স্তুপে ছুটির দিন শুক্রবারেও নেই কোন পর্যটকও।

 

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি