বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন, সুশাসন ছাড়া উন্নয়নের সকল প্রচেষ্টা বিফলে চলে যাবে : ইনু


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন, সুশাসন ছাড়া উন্নয়নের সকল প্রচেষ্টা বিফলে চলে যাবে : ইনু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৭.২০১৯

 

ডেস্ক রিপোর্ট :

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন ও সমৃদ্ধির প্রচেষ্টা চলছে তা বিফলে চলে যাবে, যদি সুশাসন নিশ্চিত করা না যায়।

শনিবার (১৩ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের (আইইবি) সেমিনার কক্ষে জাসদ জাতীয় কমিটির সভায় স্বাগত ভাষণে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, জঙ্গি দমনের মতই সুশাসনের প্রশ্নে সরকারকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। দল না দেখে মুখ না দেখে আইনের কঠোর প্রয়োগ সরকারকেই নিশ্চিত করতে হবে।সরকার-প্রশাসনের কর্তাব্যক্তিদের আইনানুযায়ী নিরপেক্ষ ভূমিকা পালন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সুশাসনের জন্য সরকারসহ সকল গণতান্ত্রিক প্রগতিশীল অসাম্প্রদায়িক রাজনৈতিক ও সামাজিক শক্তি-দল-মহল-ব্যক্তিকে নতুন রাজনৈতিক চুক্তিতে আসতে হবে।

তিনি বলেন, সুশাসনের জন্য শুধু সরকারের সদিচ্ছার জন্য অপেক্ষা না করে রাজনৈতিক-সামাজিক শক্তিকে এখনই সোচ্চার হতে হবে। কেবল সুশাসনই পারে দলবাজি-গুণ্ডামি-দুর্নীতি-লুটপাটের অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে।

তিনি আরও বলেন, ক্রবর্ধমান আর্থ-সামাজিক-রাজনৈতিক-লিঙ্গ বৈষম্য সামাজিক অশান্তি ডেকে আনছে। বৈষম্যের অবসানে সুশাসন ও সমাজতন্ত্রের বিকল্প নেই। তিনি জাসদের নেতাদের উদ্দেশে বলেন, জাসদ সুশাসন প্রতিষ্ঠাকে নতুন পর্বের রাজনীতির চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করছে।

সভায় অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, আবদুল হাই তালুকদার, সবেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আখতার, নাদের চৌধুরী, আফজাল হোসেন খান জকি, যুক্তরাজ্য জাসদের সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশীদ, সাবেক সংসদ সদস্য আবদুল মতিন মিয়া, অ্যাডভোকেট রফিকুল ইসলামসহ আরও অনেকে।

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি