বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ‘প্রমাণ মিললে মিন্নিকে আইনের আওতায় আনা হবে’: স্বরাষ্ট্রমন্ত্রী


‘প্রমাণ মিললে মিন্নিকে আইনের আওতায় আনা হবে’: স্বরাষ্ট্রমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বরগুনায় রিফাত শরীফ হত্যায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জড়িত থাকার প্রমাণ মিললে তাকেও আইনের আওতায় আনা হবে।

রোববার (১৪ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী ঈদুল আজহা শান্তিপূর্ণ উদযাপনের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন সংশ্লিষ্টদের সঙ্গে।

বরগুনায় নয়ন বন্ডের নৃশংসতায় নিহত রিফাত শরীফের বাবা গতকাল সংবাদ সম্মেলন করে এই হত্যায় জড়িত উল্লেখ করে রিফাতের স্ত্রী মিন্নিকে আটকের আহবান জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, রিফাতের শরীফ হত্যাকাণ্ডের তদন্ত এখনও চলছে। তদন্তে মিন্নির নাম বেড়িয়ে এলে তিনিও রেহাই পাবেন না। তাকেও বিচারের মুখোমুখি করা হবে।

সম্পাদনা: তানজিনা রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি