শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজনীতিতে একটি অধ্যায়ের পরিসমাপ্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

জাতীয় পার্টির চেয়ারম্যান, সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই। রোববার (১৪ জুন) সকাল ৭টা ৪৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না … রাজেউন)। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আক্তার।

এইচ এম এরশাদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো।

জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা দখল করেছিলেন রাতের অন্ধকারে। আমাদের এই মানচিত্রের ওপর তার কালো আচ্ছাদন বিছিয়ে তিনি বছরের পর বছর এ দেশের গণতন্ত্রকে উপহাস করেছেন। শুধু রাষ্ট্র আর গণতন্ত্রকেই উপহাস করেনি, আপাদমস্তক ভণ্ডামিতে তিনি দূষিত করেছেন চারপাশ। কবিতা লেখার ভড়ং করেছেন, নারীলিপ্সুতার চরম রূপ দেখিয়েছেন, ধর্মপ্রাণদের অনুভূতি নিয়ে দক্ষতায় খেলেছেন,আর প্রতিবাদী ছাত্র-জনতার রক্তে রাজপথকে করেছেন রক্তাক্ত।

মহান মুক্তিযুদ্ধের সময় ছুটিতে রংপুরে ছিলেন এরশাদ। যুদ্ধ শুরুর পর পাকিস্তানে ফিরে যান। সে সময়ে পাকিস্তান সেনাবাহিনীর মেজর ছিলেন এরশাদ। মুক্তিযুদ্ধে যোগদানকারী পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি অফিসারদের বিচারে গঠিত সামরিক আদালতে তিনি বিচারকের দায়িত্ব পালন করেন।

স্বাধীন বাংলাদেশে জেনারেল জিয়ার মৃত্যুর পর ১৯৮২ সালের ২৪ মার্চ বাংলাদেশের ইতিহাসের আরো একটি কালো অধ্যায়ের সূচনা হয়। দীর্ঘ ৯ বছর চলে সেই অন্ধকার সময়। এরশাদের নেতৃত্বাধীন সামরিক শাসনের সময়ে, শহরের বুকে জলপাই রঙের ট্রাকের চাপায় পিষ্ট হয়েছেন সাধারণ ছাত্র, ছাত্রনেতা, কবি-সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও রাজনীতিবিদরা। রক্তে রঞ্জিত সময় উপভোগ করতে করতে একসময় দুঃশাসনের ৯ বছর থেকে মুক্তির জন্য সর্বস্তরের মানুষের মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে। দানবীয় সেই ট্রাকের নির্মম পিষ্টনের ভয়কে উপেক্ষা করে রাজপথে নামে লাখো জনতা। পদত্যাগের ঠিক আগেও রক্ত চাই সামরিক শাসন অবসানের। নিহত হলেন মেধাবী ও তেজোদীপ্ত তরুণ ডা. শামসুল আলম খান মিলন।

যেভাবে এরশাদ ক্ষমতা দখল করেন

“যেহেতু দেশে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যাতে অর্থনৈতিক জীবনে নেমে এসেছে অচলাবস্থা, বেসামরিক প্রশাসন সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না…রাষ্ট্রীয় কর্তব্যে অবহেলা করে ক্ষমতাসীন দলের সদস্যরা ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি করছে এবং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করছে। দেশকে সামরিক আইনের অধীনে ন্যস্ত করা প্রয়োজন হয়ে পড়েছে এবং জনগণ ও দেশের প্রতি তাদের কর্তব্যের অংশ হিসেবে এ দায়িত্ব সশস্ত্রবাহিনীর ওপর পড়ছে। এখন অতএব আমি লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ সর্বশক্তিমান আল্লাহর সাহায্যে… গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ১৯৮২ সালের ২৪ মার্চ বুধবার থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সব ও পূর্ণ ক্ষমতা গ্রহণ করছি এবং ঘোষণা করছি যে গোটা বাংলাদেশ অবিলম্বে সামরিক আইনের আওতায় আসবে।”

১৯৮২ সালের ২৪ মার্চ এভাবেই বাংলাদেশ বেতার ও টেলিভিশনে সরাসরি ঘোষণা দিয়ে দেশের ক্ষমতা নেন এরশাদ। সে রাতেই বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র ও সাধারণ মানুষ। এর আগের দিন ২৩ মার্চ রাষ্ট্রপতি সাত্তার সেনাবাহিনীর প্রধান থেকে তাকে বরখাস্ত করেছিলেন। তারপর টানা ৯ বছর সামরিক শাসনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে থাকেন তিনি। রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি সব কিছুই চলে যায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। মানুষের ওপর নেমে আসে অসহনীয় নির্যাতন, শোষণ ও নিপীড়ন। স্তূপ জমে লাশ ও গুপ্ত হত্যার। ভূলুণ্ঠিত হয় গণতন্ত্র ও প্রগতিশীল রাজনীতি। তারপর একদিন জেগে ওঠে বিক্ষুব্ধ মানুষ। রাজপথে, ঘরে, শিক্ষাপ্রতিষ্ঠানে সবখানে শুরু হয় আন্দোলন। সেনাবাহিনীর গুলি, ভারী বুট ও জলপাই রঙের কামান উপেক্ষা করে নামে গণজোয়ার। তার তোড়ে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ। স্বস্তির নিঃশ্বাস ফেলে মানুষ। পুনঃপ্রতিষ্ঠা পায় গণতন্ত্র।

সামরিক শাসন জারি করেই ৮ ফরমান

রাষ্ট্রের ক্ষমতা নেওয়ার দিন রাতেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী গণসংযোগ দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে সাতটি ফরমান জারি করেন এরশাদ। সেখানে তিনি বলেন-

এক. আমি যেকোনো ব্যক্তিকে দেশের প্রেসিডেন্ট মনোনীত করতে পারি।

দুই. আমি সময়ে সময়ে এ মনোনয়ন বাতিল ও রদ করতে পারি।

তিন. আর যে ব্যক্তি রাষ্ট্রপতি হবেন, প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে আমি তাঁকে যেসব কাজ দেব তা তাঁকে করতে হবে।

চার. সশস্ত্র বাহিনী দেশের পূর্ণ কমান্ড ও নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

পাঁচ. দেশের সংবিধান স্থগিত রাখা হয়েছে।

ছয়. জাতীয় সংসদ বাতিল করে দেওয়া হয়েছে।

সাত. সামরিক আইন জারির সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, স্পিকার, ডেপুটি স্পিকার কেউই তাঁদের পদে বহাল নেই।

আট. মন্ত্রিপরিষদও বাতিল করা হয়েছে।

যেভাবে শাসন চলে

ক্ষমতা কেড়ে নেওয়ার পরদিন ১৯৮২ সালের ২৫ মার্চ থেকেই জারি করা হয় সান্ধ্য আইন। সেদিন থেকে ২৯ মার্চ পর্যন্ত গ্রেপ্তার করা হয় ৬১৩ জন। ৯ এপ্রিল মন্ত্রণালয়ের সংখ্যা ৪২ থেকে নামিয়ে আনা হয় ১৭-তে। ১১ এপ্রিল ঢাকা জেলা ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে তিনি দম্ভের সঙ্গে বলেন, ‘আমি এমন এক গণতন্ত্র প্রতিষ্ঠা করব, যা ইতিহাস হয়ে থাকবে।’
স্বৈরাচারী এরশাদ সরকারকে হটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ১৪টি ছাত্র সংগঠন নিয়ে গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। ২১ নভেম্বর এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। শুরু হয় এরশাদের বিরুদ্ধে ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলন। অন্যদিকে এরশাদবিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর প্রধান জোট ছিল বাংলাদশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৫ দল। গঠিত হয় ‘৮৩ সালের ৩১ জানুয়ারি। এরপর ১৫ দলের অনুরূপ ৭ দল নামে আরেকটি জোট গঠিত হয় বিএনপির নেতৃত্বে সেপ্টেম্বরে।

১৯৮৩ সালের মধ্য ফেব্রুয়ারিতে এরশাদবিরোধী আন্দোলন তুঙ্গে ওঠে। ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে ১৫ দল ও ছাত্র সংগ্রাম পরিষদের মিছিল বেরোলে পুলিশ গুলি, টিয়ার গ্যাস ছোঁড়ে ও গরম পানি ছিটাতে থাকে। পাখির মতো গুলি করে সেদিন মারা হয় ছাত্রদের। অনুষ্ঠান চলাকালে শিশু একাডেমীর ভেতর একটি অনুষ্ঠানে পুলিশের গুলিতে মারা যায় শিশুরাও। ১৪ ফেব্রুয়ারি মারা যায় জাফর ও জয়নাল। ১৫ ফেব্রুয়ারি নিহত হন জগন্নাথ কলেজের ছাত্র মোজাম্মেল। মধ্য ফেব্রুয়ারির এ ঘটনার পর এরশাদ জোর করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান তিন মাস বন্ধ রাখেন।

১৯৮৩ সালের ২৮ নভেম্বর সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ১৫ ও ৭ দল সচিবালয় ঘেরাও করে। সচিবালয়ের চারপাশে নামে জনতার ঢল। সেনাবাহিনী, পুলিশ ও বিডিআর হামলে পড়ে জনতার ওপর। চলে গুলি, টিয়ার গ্যাস ও গরম পানি নিক্ষেপ। সেদিনও নির্বিচারে হত্যা করা হয় ১১ জনকে। প্রেস ক্লাবের গেটে সাংবাদিকদের পেটানো হয়। পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে গণহারে গ্রেপ্তার করে ছাত্রদের।

১৯৮৩ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকায় ফুলবাড়িয়ার কাছে ছাত্র সংগ্রাম পরিষদের উপজেলা নির্বাচনবিরোধী মিছিলে ট্রাক তুলে দেয় পুলিশ। ট্রাকের তলায় পিষ্ট হয় ছাত্রলীগ নেতা সেলিম ও দেলোয়ার। পরদিন হরতাল চলাকালে এরশাদের লেলিয়ে দেওয়া গুণ্ডা সায়েদুল হক সাদু হত্যা করে শ্রমিক নেতা তাজুল ইসলামকে।

১৯৮৩ সালের ১০ ডিসেম্বর অবশেষে বিচারপতি এ এফ এম আহসান উদ্দিন চৌধুরীকে অপসারণ করে জেনারেল এরশাদ প্রধান সামরিক আইন প্রশাসক থেকে রাষ্ট্রপতি পদে নিজেকে অধিষ্ঠিত করেন। সংবিধানে না থাকা সত্ত্বেও স্ত্রী রওশন এরশাদের জন্য রাষ্ট্রীয় ‘ফার্স্ট লেডি’র পদ সৃষ্টি করেন।

১৯৮৪ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ও মার্চের প্রথম সপ্তাহে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে। হরতাল, ধর্মঘট, বিক্ষোভে ফেটে পড়ে দেশ। উপায়ান্তর না পেয়ে এরশাদ গুণ্ডাবাহিনী দিয়ে খুন, জখম ও হত্যা চালাতে থাকে। ভাঙন ধরায় আন্দোলনরত দলগুলোর মধ্যে। সে বছরই আরেকটি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে ঢাকার অদূরে কালীগঞ্জে। প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয় আওয়ামী লীগ নেতা ময়েজউদ্দীনকে।

১৯৮৫ সালের ১৪ জানুয়ারি এরশাদ এক সভায় ঘোষণা দেন, দীর্ঘ ২৬ বছরের বিবাহিত জীবনে তিনি প্রথম বাবা হতে চলেছেন। একই দিন তিনি শহীদ মিনারে আলপনা আঁকার কটূক্তি করেন ও ইসলামী রাষ্ট্র করার সংকল্প ব্যক্ত করেন। ১৩ ফেব্রুয়ারি এরশাদ সমর্থিত ছাত্রসমাজের একটি দল হত্যা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রাউফুন বসুনিয়াকে।

১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত হয় প্রহসনের জাতীয় নির্বাচন। নির্বাচনের সাত দিন পর এরশাদ ঘোষণা করেন, সংখ্যাগরিষ্ঠ আসনে তাঁর দল জাতীয় পার্টি জিতে গেছে। ৩০ নভেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ করা হয় রাজনীতি। এরপর আরো চারটি বছর সামরিক শাসনের নিষ্পেশনে থাকে দেশের সাধারণ মানুষ। মিছিল বন্ধ। সংস্কৃতি চর্চা নেই। রাস্তায় রাস্তায় সামরিক যান, পুলিশের বুটের শব্দ। বিশেষ করে ‘৮৭ সালের ১০ নভেম্বর বিরোধী দলের ডাকা ঢাকা অবরোধ কর্মসূচিতে পুলিশের গুলিতে ঢাকায় তিনজনের মৃত্যুর মধ্যে নূর হোসেনের মৃত্যু নাড়া দেয় সবার মনে। বুকে-পিঠে লেখা ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’-স্লোগান আন্দোলনে আগুন জ্বালায়।
এরপর ‘৮৭ সালের ১১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত তিনজন, ‘৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামে শেখ হাসিনার জনসভায় ২২ জন, ‘৯০ সালের ১০ অক্টোবর সচিবালয়ে অবরোধ চলাকালে চারজন, ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আরো ১১ জনকে নৃশংসভাবে হত্যা করে পুলিশ, বিডিআর ও সেনাবাহিনী।

ডা. মিলন হত্যা ও শেষ পর্যন্ত পতন

১৯৯০ সালের শেষদিকে এরশাদের পতন অবশ্যম্ভাবী হয়ে ওঠে। ২৭ নভেম্বর নীরু-অভি বাহিনীর নেতৃত্বে অস্ত্রধারীদের গুলিতে নিহত হন চিকিৎসক নেতা ডা. শামসুল আলম খান মিলন। আগুন ছড়িয়ে পড়ে সবখানে। সে রাতেই ধর্মঘট ডাকা হয় সংবাদপত্রে। পরদিন থেকে বন্ধ হয়ে গেল পত্রিকা বের হওয়া। ২৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গণহারে পদত্যাগ করেন। ৩০ নভেম্বর শুক্রবার জুমার নামাজের জন্য ২ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়। সে সুযোগে আন্দোলনের শহীদদের জন্য মসজিদে মসজিদে গায়েবানা জানাজার সময় মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় সেনাবাহিনী, পুলিশ ও বিডিআর। সেদিন রামপুরা ওয়াপদা রোডে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বাসায় ঢুকে বিডিআররা এক মাকে হত্যা করে। ১ ডিসেম্বর মিরপুরে মিছিলে বিডিআরের গুলিতে ঘটনাস্থলেই মারা যান পাঁচজন। কাজীপাড়ায় দুজন, ডেমরা-যাত্রাবাড়ীতে দুজন, চট্টগ্রামের কালুরঘাটে সেনাবাহিনীর হাতে একজন, খুলনায় রিকশাচালক মহারাজ, নারায়ণগঞ্জে মণ্ডলপাড়ায় এক কিশোরসহ সারা দেশে আরো অসংখ্য মানুষ নিহত হন পুলিশ, সেনাবাহিনী ও বিডিআরের গুলিতে।

এল ১৯৯০ সালের ডিসেম্বর মাস। এরশাদের বিদায়ের পালা। ২ ডিসেম্বর রাজধানীতে ছাত্রদের ভ্রাম্যমাণ আদালতে এরশাদকে ফাঁসি দেওয়া হয়। তিন ডিসেম্বর প্রকাশ্যে মিছিল হয় সচিবালয়ে। পদত্যাগের হিড়িক পড়ে কর্মকর্তা-কর্মচারীদের। বিভিন্ন সরকারি অফিস কক্ষ থেকে এরশাদের ছবি নামানো শুরু হয়। সরকারি কর্মকর্তারা তা প্রকাশ্যে পা দিয়ে মাড়ান। রাজপথে টহলরত সেনাবাহিনী, বিডিআর ও পুলিশের গাড়ি থেকে মিছিলের প্রতি হাত নেড়ে সম্ভাষণ জানানো হয়। তিন ডিসেম্বর রাতে বাংলাদেশ টেলিভিশনে এরশাদ শর্তসাপেক্ষে পদত্যাগের ঘোষণা দেন।

চার ডিসেম্বর এরশাদের ‘শর্তসাপেক্ষ প্রস্তাব’ প্রত্যাখ্যান করে পথে নামে মানুষ। বিকেলে তিন জোটের সমাবেশ থেকে এরশাদকে পদত্যাগ করতে বলা হয়। পিঠ বাঁচাতে সে রাতেই বাংলাদেশ টেলিভিশনে উপরাষ্ট্রপতি মওদুদ আহমদ এরশাদের প্রস্তাবের মর্মার্থ ব্যাখ্যা করে জনতাকে বিভ্রান্ত করতে চেষ্টা করেন। কিন্তু সে সাক্ষাৎকার ধারণের জন্য কোনো প্রযোজক পরিচালককে পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে কর্মচারী মিয়া সালাউদ্দিন সাক্ষাৎকারটি নেন।

ততক্ষণে বাঁচার সব পথ বন্ধ হয়ে গেছে এরশাদের। তাই সেদিন (১৯৯০ সালের ৪ ডিসেম্বর) রাত ১০টায় বাংলাদেশ টেলিভিশনের ইংরেজি সংবাদে জেনারেল এরশাদ পদত্যাগের ঘোষণা দেন। এরপর সে সংবাদ প্রচার করে বিবিসি। সে খবর শোনার পর লাখো মানুষের আনন্দ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারদিক। মানুষ নেমে আসে পথে। বের হয় বিজয় মিছিল।

১৯৯০ সালের ৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির সচিবালয়ে অনেকটা কুঁজো হয়ে পদত্যাগপত্র স্বাক্ষর করেন জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ। ‘বিশ্ব বেহায়া’ খ্যাত এরশাদ সেদিন ক্যান্টনমেন্ট থেকে পতাকা উড়িয়ে এসেছিলেন, কিন্তু বিদায় নিয়েছেন পতাকা নামিয়ে। বিকেল তখন পৌনে ৩টা।

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি