শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » আইসিসি ওয়ানডে বিশ্বকাপে কোন দেশ প্রাইজমানি কে কত পেল?


আইসিসি ওয়ানডে বিশ্বকাপে কোন দেশ প্রাইজমানি কে কত পেল?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

পর্দা উঠলো আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসর। এ আসরে শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডেকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতলো ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে সব দলের জন্য ১ কোটি ডলারের প্রাইজমানি ধরা হয়েছে। আর তাতে রাউন্ড রবিন লীগ পর্ব থেকে বাদ পারলেও বাংলাদেশ পাচ্ছে ২ লাখ ৪০ হাজার ডলারের প্রাইজ মানি। বাংলাদেশ টাকায় ২ কোটি ৩১ লাখ ৬০০ টাকা মাত্র।

চ্যাম্পিয়ন দল হিসেবে স্বাগতিক ইংল্যান্ড পাচ্ছে সর্বোচ্চ ৪২ লাখ ৪০ হাজার ডলার। যা বাংলাদেশ টাকায় ৩৫ কোটি ৮৮ লাখ ৩১ হাজার ২০০ টাকা। । আর রানার্সআপ দল হিসেবে নিউজিল্যান্ড দল পাচ্ছে ২২ লাখ ২০ হাজার ডলার (১৬ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা)।

বিশ্বকাপের প্রাইজমানির তালিকা:

১।

ইংল্যান্ড
লীগ স্টেজে জয়: ৬টি, টাই/পরিত্যক্ত: ০
লীগ স্টেজে প্রাইজমানি- ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ)- ২ লাখ ৪০ হাজার ডলার
বিজয়ী দলের প্রাইজমানি- ৪০ লাখ ডলার
সর্বমোট- ৪২ লাখ ৪০ হাজার ডলার (৩৫ কোটি ৮৮ লাখ ৩১ হাজার ২০০ টাকা)

২। নিউজিল্যান্ড
লীগ স্টেজে জয়: ৫টি, টাই/পরিত্যক্ত: একটি
লীগ স্টেজে প্রাইজমানি: ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) + ২০ হাজার ডলার = ২ লাখ ২০ হাজার ডলার
রানার্স আপ প্রাইজমানি- ২০ লাখ ডলার
সর্বমোট- ২২ লাখ ২০ হাজার ডলার (১৮ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা)

৩। ভারত
লীগ স্টেজে জয়: ৭টি, টাই/পরিত্যক্ত: একটি
লীগ স্টেজে প্রাইজমানি: ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) + ২০ হাজার ডলার= ৩ লাখ ডলার
সেমিফাইনালে পরাজিত দলের প্রাইজমানি: ৮ লাখ ডলার
সর্বমোট: ১১ লাখ ডলার (৯ কোটি ৩০ লাখ ৯৩ হাজার টাকা)

৪। অস্ট্রেলিয়া
লীগ স্টেজে জয়: ৭টি, টাই/পরিত্যক্ত: ০
লীগ স্টেজে প্রাইজমানি: ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) = ২ লাখ ৮০ হাজার ডলার
সেমিফাইনালে পরাজিত দলের প্রাইজমানি: ৮ লাখ ডলার
সর্বমোট: ১০ লাখ ৮০ হাজার (৯ কোটি ১৪ লাখ ৪০০ টাকা)

৫। পাকিস্তান
লীগ স্টেজে জয়: ৫টি, টাই/পরিত্যক্ত: একটি
লীগ স্টেজে প্রাইজমানি: ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) + ২০ হাজার ডলার = ২ লাখ ২০ হাজার ডলার
লীগ স্টেজ থেকে বিদায় নেয়া দলের প্রাইজমানি: ১ লাখ ডলার
সর্বমোট: ৩ লাখ ২০ হাজার ডলার (২ কোটি ৭০ লাখ ৮১ হাজার ৬০০ টাকা)

৬। শ্রীলঙ্কা
লীগ স্টেজে জয়: ৩টি, টাই/ পরিত্যক্ত: ২টি
লীগ স্টেজে প্রাইজমানি: ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) + ২০ হাজার ডলার= ১ লাখ ৬০ হাজার ডলার
লীগ স্টেজ থেকে বিদায় নেয়া দলের প্রাইজমানি: ১ লাখ ডলার
সর্বমোট: ২ লাখ ৬০ হাজার ডলার (২ কোটি ২০ লাখ ৩ হাজার ৮০০ টাকা)

৭। দক্ষিণ আফ্রিকা
লীগ স্টেজে জয়: ৩টি, টাই/ পরিত্যক্ত: একটি
লীগ স্টেজে প্রাইজমানি: ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) + ২০ হাজার ডলার= ১ লাখ ৪০ হাজার ডলার
লীগ স্টেজ থেকে বিদায় নেয়া দলের প্রাইজমানি: ১ লাখ ডলার
সর্বমোট: ২ লাখ ৪০ হাজার ডলার (২ কোটি ৩ লাখ ১১ হাজার ২০০ টাকা)

৮। বাংলাদেশ
লীগ স্টেজে জয়: ৩টি, টাই/ পরিত্যক্ত: একটি
লীগ স্টেজে প্রাইজমানি: ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) + ২০ হাজার ডলার= ১ লাখ ৪০ হাজার ডলার
লীগ স্টেজ থেকে বিদায় নেয়া দলের প্রাইজমানি: ১ লাখ ডলার
সর্বমোট: ২ লাখ ৪০ হাজার ডলার (২ কোটি ৩ লাখ ১১ হাজার ২০০ টাকা)

৯। ওয়েস্ট ইন্ডিজ
লীগ স্টেজে জয়: ২টি, টাই/ পরিত্যক্ত: একটি
লীগ স্টেজে প্রাইজমানি: ৪০ হাজার ডলার (প্রতি ম্যাচ) + ২০ হাজার ডলার= ১ লাখ ডলার
লীগ স্টেজ থেকে বিদায় নেয়া দলের প্রাইজমানি: ১ লাখ ডলার
সর্বমোট: ২ লাখ ডলার (১ কোটি ৬৯ লাখ ২৬ হাজার টাকা)

১০। আফগানিস্তান
লীগ স্টেজে জয়: ০, টাই/ পরিত্যক্ত: ০
লীগ স্টেজ থেকে বিদায় নেয়া দলের প্রাইজমানি: ১ লাখ ডলার
সর্বমোট: ১ লাখ ডলার (৮৪ লাখ ৬৩ হাজার টাকা)

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি