বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আমি বিদিশার জন্য এসেছি, এরশাদের জন্য নয়: কবি নির্মলেন্দু গুণ


আমি বিদিশার জন্য এসেছি, এরশাদের জন্য নয়: কবি নির্মলেন্দু গুণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

পতিত সামরিক স্বৈরাচারী এইচ এম এরশাদের উদ্দেশে নয়, বিদিশার জন্য বনানীর বাটিক শোরুম উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন খ্যাতিমান কবি নির্মলেন্দু গুণ। আর এই কথাটি তিনি এরশাদকে জানাতে এতটুকু দ্বিধাবোধ করেননি।

সোমবার (১৫ জুলাই) কবি নির্মলেন্দু গুণ তার ফেসবুক পেইজে “এরশাদ ও বিদিশার সঙ্গে একদিন”- শিরোনামের পোস্টে এ কথা উল্লেখ করেছেন।

পোস্টে তিনি বলেছেন, “বিদিশা আমাকে নিয়ে গেলো বনানীতে ওর একটা বাটিক শোরুম ওপেনিং অনুষ্ঠানে। সেখানে বিদিশার সঙ্গে এরশাদ সাহেব আমাকে স্বাগত জানান। আমরা পাশাপাশি বসি। এরশাদ সাহেব হাসতে হাসতে বললেন, আমি আপনার কবিতার ভক্ত। আপনি হলেন আসল কবি, আমি তো শখের বশে লিখি।
আমারগুলো হয় না।

আমি বললাম, তা বলছেন কেন? আপনার গানগুলো তো বেশ ভালো হয়েছে।
তিনি বললেন, আপনি আসাতে আমি খুব খুশি হয়েছি।
আমি বললাম, আমি বিদিশার জন্য এসেছি, আপনার জন্য নয়।
এরশাদ বললেন, সে আমি জানি। অনেক কবিই আমার বিরুদ্ধে আন্দোলন করেছেন, আবার আমার কাছেও এসেছেন। আপনি কখনও আসেননি।

আপনাকে আমি রেসপেক্ট করি।”

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি