শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » কুমিল্লায় আদালতের কক্ষে ছুরিকাঘাতে নিহতের ঘটনা ‘অবিচ্ছিন্ন নয়’: হানিফ


কুমিল্লায় আদালতের কক্ষে ছুরিকাঘাতে নিহতের ঘটনা ‘অবিচ্ছিন্ন নয়’: হানিফ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

কুমিল্লায় আদালতের কক্ষে ছুরিকাঘাতে একজন নিহতের ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপু‌রে বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীণ ও গণতন্ত্র পুনরুদ্ধার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘কুমিল্লায় আদালতের মধ্যে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এরপর আর সরকার থাকে না, পদ‌ত্যাগ করুন’ বিএনপির করা এমন মন্তব্যের সমালোচনা করেন তিনি।

কুমিল্লার আদালতে ঘটে যাওয়া ওই ঘটনার প্রসঙ্গে হানিফ ব‌লেন, তারা দু’জনই মামাতো ফুফাতো ভাই। একজন মামলার আসামি ছিল। আবেগের বশবর্তী হয়ে একটি দুর্ঘটনা ঘটে গেছে। কিন্তু বিএনপি নেতারা কিভাবে ব্যর্থ সরকারের কথা বলেন ? এ কথা বলার আগে আয়নায় নিজের চেহারা দেখার অনু‌রোধ জানান তি‌নি।

বিএনপির উদ্দেশ্য করে ‌তি‌নি আরও ব‌লেন, আপনারা যখন ক্ষমতায় ছিলেন আদালত এর মধ্যে বোমা হামলা করে বিচারপতি হত্যা করেছিলেন। এরপর গাজীপুরে বোমা হামলা করে ১২ জন আইনজীবী কে হত্যা করেছিলেন। তখন আপনাদের সরকার কোথায় ছিল? ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার হোসেন চৌধুরীর উপর বোমা হামলা হয়েছিল। তখন একজন বিদেশী নাগরিককে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিলেন। আবার বড় গলায় কথা বলেন, সরকারের পদত্যাগ করা উচিত।

নিজেদের অপকর্মের জন্য আপনাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে উল্লেখ করে বিএনপিকে হানিফ ব‌লেন, ২০০৪ সালের নির্বাচনে জনগণ আপনাদের আস্তাকুড়ে নিক্ষেপ করেছিল। কারণ ক্ষমতায় থেকেও জনগণের কিছু করেন নাই। যুদ্ধাপরাধীদের বিচার যাতে না হয় অনেক ষড়যন্ত্র করেছেন, তা বানচালের চেষ্টা করেছেন। বিএনপি ক্ষমতায় থাকতে চায় নাই কারণ তারা জানত পাঁচ বছর ক্ষমতায় থেকে যে অপকর্ম করেছে সে জন্য জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।

ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হবে দা‌বি ক‌রে তি‌নি ব‌লেন, সেই ষড়যন্ত্রকে মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে, দেশকে এগিয়ে নিতে হবে । তাই বিএনপি জামায়াত থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন তা মোকাবিলা করার শক্তি আমাদের আছে। এছাড়া আওয়ামী লী‌গের অভান্ত‌রীণ কোন সমস্যা নেই।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি