শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বাউন্ডারি গণনায় বিশ্বকাপ জয়! বাউন্ডারি গণনার নিয়মে বদল আনা উচিত: গ্যারি স্টিড


বাউন্ডারি গণনায় বিশ্বকাপ জয়! বাউন্ডারি গণনার নিয়মে বদল আনা উচিত: গ্যারি স্টিড


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বিশ্বকাপের দ্বাদশ আসরে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে নির্ধারিত ১০০ ওভারের ম্যাচে টাই করে নিউজিল্যান্ড। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারেরও টাই করে কিউইরা। কিন্তু আইসিসির বাউন্ডারি গণনায় নিয়মে ফাইনালে ম্যাচ হরে শিরোপা হাতছাড়া করতে হয় কোচ গ্যারি স্টিডের দল নিউজিল্যান্ডকে। এবার আইসিসির এই নিয়ম নিয়ে কথা বলেছেন কিউই কোচ স্টিড। তিনি বলেন, ‘রুদ্ধশ্বাস এই ফাইনালের শেষটা এমনভাবে হওয়া কাম্য নয়। একশো ওভার ও সুপার ওভার শেষেও দুই দলের মধ্যে সেরা বেছে নেওয়া যায়নি। শেষে বাউন্ডারি গণনায় বিশ্বকাপ জয়! নিয়মের বেড়াজালে আমাদের খালি হাতে ফিরতে হল।

এই ম্যাচ দেখার পর আগামী দিনে আইসিসি নিশ্চয়ই নিময়ের বদল আনবে।’

ওভার থ্রোতে অতিরিক্ত রান পেয়েছে ইংল্যান্ড। এনিয়ে সমালোচনার ঝড় বইছে ক্রিকেট অঙ্গনে। গাপটিলের ছুঁড়ে মারা বল ইংলিশ ব্যাটসম্যান বেন স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারি বাইরে চলে যায়। তাতে দৌড়ে দুই রান আর ওভার থ্রোতে ৪ রান মিলে ৬ রান যোগ হয় ইংল্যান্ডের স্কোরবোর্ডে। সাবেক আম্পায়ার সিমন টাফেল এনিয়ে বলেন, ‘দ্বিতীয় রানের সময় স্টোকস দাগ অতিক্রম করিনি। সে অনুযায়ী সেটা ৫ রান হবে। এবং স্ট্রাইকে থাকবে অপর ব্যাটসম্যান।’ টাফেলের বক্তব্য নিয়ে কিউই কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমি আসলে ব্যাপারটা জানতাম না। কিন্তু দিন শেষে আম্পায়ারাও তো মানুষ। মাঝে মধ্যে তারাও ভুল করে। কিন্তু এমন সময় ভুল করা কারোই কাম্য না।’

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি