বুধবার,১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামের তুলনায় কুমিল্লা এগিয়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

 

চট্টগ্রামের তুলনায় কুমিল্লা এগিয়ে । আট শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে ঢাকা বোর্ডের অবস্থান পাঁচ নম্বরে।

২০১৯ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় দেশের আট শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭১ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে সবচেয়ে কম পাস করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শিক্ষার্থী এবং সবচেয়ে বেশি পাস করেছে কুমিল্লা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। আট শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকার অবস্থান পাঁচ নম্বরে।

চট্টগ্রাম বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ১৯ শতাংশ। এর মধ্যে ছাত্র ৫৯ দশমিক ২১ শতাংশ এবং ছাত্রী ৬৫ দশমিক ১১ শতাংশ।

কুমিল্লা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ। এর মধ্যে ছাত্র ৭৭ দশমিক ১২ শতাংশ এবং ছাত্রী ৭৮ দশমিক ২৭ শতাংশ।

পাসের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বোর্ড। এ বোর্ডে গড় পাসের হার ৭৬ দশমিক ৩৮ শতাংশ। এর মধ্যে ছাত্র ৭২ দশমিক ৩২ শতাংশ এবং ছাত্রী ৮১ দশমিক ২১ শতাংশ।

এরপর যশোর বোর্ডে গড় পাসের হার ৭৫ দশমিক ৬৫ শতাংশ। এ বোর্ডে ছাত্রদের পাসের হার ৭২ দশমিক ৭৪ শতাংশ এবং ছাত্রীদের ৭৮ দশমিক ৭৬ শতাংশ।

দিনাজপুর বোর্ডে গড় পাসের হার ৭১ দশমিক ৭৮ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৬৮ দশমিক ৩৭ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৭৫ দশমিক ৩৭ শতাংশ।

ঢাকা বোর্ডে গড়ে পাসের হার ৭১ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে ছাত্র ৬৮ দশমিক ২২ শতাংশ এবং ছাত্রী ৭৪ শতাংশ।

বরিশাল শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭০ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে ছাত্র ৬৫ দশমিক ৯৫ শতাংশ এবং ছাত্রী ৭৫ দশমিক ৪৮ শতাংশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি