শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সেবা ও ওষুধ দুর্নীতি


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

নোয়াখালী সরকারি হাসপাতালে রোগীদের টাকার বিনিময়ে সেবা নিতে হয়। হাসপাতালের গুদামে ওষুধ মজুদ রেখে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বলা হয়। আবার টাকা দিলেই হাসপাতালে সেই ওষুধ পাওয়া যায়। এই অনিয়ম অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক।

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবাপ্রত্যাশীরা সরকারের বিনা মূল্যের ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন। দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার আশায় সরকারি হাসপাতালে গেলেও ভর্তি, বেড, ওষুধ সবই পেতে হয় টাকা দিয়ে।

হাসপাতালে ডাক্তার, নার্স, আয়া মিলে সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ রয়েছে। ওয়ার্ড ইনচার্জ টাকার বিনিময়ে ১০/১২ বছর একই পদে থাকার কারণে অনিয়মের সুযোগ পায় বলে অভিযোগ ভুক্তভোগীদের।

দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে অভিযোগের সত্যতা মিলেছে।

ওষুধ থাকার পরও যারা রোগীদের সরকারের বিনামূল্যের ওষুধ সরবরাহ করে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক।

বর্তমানে হাসপাতালের গুদামে অনেক ওষুধ থাকার পরও ভর্তি রোগীদের এসব ওষুধ সরবরাহ করে না হাসপাতাল কর্তৃপক্ষ।

সম্পাদনা:তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি