শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আইন আদালত » সার্জেন্ট গোলাম কিবরিয়া নিহতের ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন তার বাবা


সার্জেন্ট গোলাম কিবরিয়া নিহতের ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন তার বাবা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বরিশালে কাভার্ডভ্যান চাপায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট গোলাম কিবরিয়া নিহতের ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট দায়ের করেছেন তার বাবা ইউনুস আলী শিকদার । মঙ্গলবার দুপুরে এ রিট দায়ের করা হয় । বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়ররুল আলমের বেঞ্চে আগামী রোববার (২৮ জুলাই) এ রিটের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। গত ১৬ জুলাই সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কিবরিয়ার।

এর আগের দিন ১৫ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পেশাগত দায়িত্বপালনের সময় কাভার্ডভ্যান চাপায় গুরুতর আহত হন বিএমপি ট্রাফিক বিভাগের সার্জেন্ট গোলাম কিবরিয়া। ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যান থেকে হেলিকপ্টারে করে সার্জেন্ট গোলাম কিবরিয়াকে ঢাকায় পাঠানো হয়।

জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট গোলাম কিবরিয়া। এসময় একটি কাভার্ডভ্যান ঢাকা থেকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিলো। তিনি কাভার্ডভ্যানটিকে সিগন্যাল দিলে চালক তা অমান্য করে চালিয়ে যায়। এরপর সার্জেন্ট কিবরিয়া গাড়িটিকে ধাওয়া করে ধরার চেষ্টা করলে সেটি তাকে চাপা দিয়ে চলে যায়।

পরে সেখানে থাকা ট্রাফিক বিভাগের কনস্টেবল মামুন বন্দর থানা পুলিশের সদস্য ও স্থানীয়দের সহায়তায় সার্জেন্ট কিবরিয়াকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। পরে নলিছিটি থানা পুলিশের সহায়তায় কাভার্ড ভ্যানটি জব্দ ও তার চালক জলিল সিকদারকে আটক করা হয় বলে জানায় পুলিশ।

সম্পাদনা:তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি