শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


নারী হ্যাকার গ্রেপ্তার ১০ কোটি ব্যক্তির তথ্য হাতানোর অভিযোগে


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্র ও কানাডার ১০ কোটি ৬০ লাখ নাগরিকের তথ্য চুরির অভিযোগে মার্কিন এক নারী হ্যাকারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

আজ মঙ্গলবার জানা যায়, গতকাল সোমবার পেইজ থম্পসন (৩৩) নামের সন্দেহভাজন ওই নারী হ্যাকারকে গ্রেপ্তার করা হয়।

পেইজ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটেল শহরের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান ক্যাপিটাল ওয়ানের সার্ভার থেকে ওই সেবাগ্রহীতাদের তথ্য হাতানোর ঘটনা ঘটে।

এ হ্যাকিংয়ের ঘটনায় ক্যাপিটাল ওয়ানের ক্রেডিট কার্ড পণ্যের জন্য আবেদন করা ব্যক্তিদের নাম, ঠিকানা ও ফোন নম্বর চুরি গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু হ্যাকার কারো ক্রেডিট কার্ড নম্বর নিতে পারেনি বলে জানায় তারা।

গতকাল এক বিবৃতিতে ক্যাপিটাল ওয়ান জানায়, চলতি মাসের ১৯ তারিখ ওই হ্যাকিংয়ের ঘটনা চিহ্নিত করা হয়। এতে যুক্তরাষ্ট্রের প্রায় ১০ কোটি ও কানাডার ৬০ লাখ মানুষের তথ্য ফাঁস হয়েছে। হ্যাকার সেবাগ্রহীতার নাম, জন্মদিন, ক্রেডিট কার্ডের স্কোর, ব্যালান্স, লিমিট, পেমেন্ট হিস্টোরি এসব তথ্যও চুরি যায়।

ক্যাপিটাল ওয়ানের চেয়ারম্যান রিচার্ড ফেয়ারম্যান এক বিবৃতিতে এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন।

অভিযোগ প্রমাণ হলে পেইজের সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও আড়াই লাখ ডলার জরিমানা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি