মঙ্গলবার,২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » এবার মশাবাহিত ডেঙ্গুর সাথে নতুন রোগ ট্রিপল-ই যুক্ত হল, সতর্কতা জারি


এবার মশাবাহিত ডেঙ্গুর সাথে নতুন রোগ ট্রিপল-ই যুক্ত হল, সতর্কতা জারি


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৮.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ, ভারত, চীনসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো যখন এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ে আতঙ্কিত, ঠিক সেই সময়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রশাসন মশাবাহিত নতুন এক রোগ সম্পর্কে সতর্কতা জারি করেছে।

সংবাদমাধ্যম সাইন্স এলার্ট এক প্রতিবেদনে জানায়, ফ্লোরিডা রাজ্যে ইস্টার্ন ইকুইন এনসেফালাইটিস বা ট্রিপল-ই ভাইরাস নামে এক জাতের মশাবাহিত ভাইরাসে আক্রান্ত হওয়ার ব্যাপারে সতর্কতা জারি করেছেন সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা। এই ট্রিপল-ই ভাইরাসে আক্রান্ত হলে মানুষের মস্তিষ্ক ফুলে যায়।

বৃহস্পতিবার অরেঞ্জ কাউন্টির ফ্লোরিডা স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, পরীক্ষাধীন অবস্থায় থাকা বেশ কয়েকটি মুরগির ওপর পরীক্ষা চালিয়ে ট্রিপল-ইর উপস্থিতি পাওয়া গেছে। যা সংক্রামিত মশার মাধ্যমে মানুষ কিংবা অন্য প্রাণীর মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। এর ফলে মানুষের মস্তিষ্ক সংক্রমিত হতে পারে।

পরীক্ষাধীন মুরগির মাংস পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর মার্কিন স্বাস্থ্য বিভাগ মানুষসহ অন্য প্রাণীর মধ্যে সংক্রমণ হওয়ার ঝুঁকি বাড়ার সতর্কতা দেয়। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলো (সিডিসি) জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর মানুষের মধ্যে ট্রিপল-ই ভাইরাস আক্রান্তের মাত্র সাতটি প্রতিবেদন পাওয়া গেলেও এখন তা বাড়ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি