বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বিশ্বের সবচেয়ে দামি একাদশে নাম নেই মেসি-রোনালদোর


বিশ্বের সবচেয়ে দামি একাদশে নাম নেই মেসি-রোনালদোর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৮.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

দীর্ঘদিন ধরে বিশ্ব ফুটবল মাতিয়ে চলছেন দুই দেশের দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। অথচ ট্রান্সফার ফির বিবেচনায় বিশ্বের সবচেয়ে দামি একাদশে এবার নামই নেই দুই তারকার। তবে এ তালিকায় জায়গা করে নিয়েছেন বর্তমান সময়ের উঠতি তারকারা।

শেষ তিন বছরের বাজারদর ও ট্রান্সফার ফির ওপর ভিত্তি করে সাজানো হয়েছে বিশ্বে সবচেয়ে দামি একাদশ। মেসির বর্তমান বাজারমূল্য ১৫০ মিলিয়ন ইউরো। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত দলবদল করেননি তিনি। যার কারণে এ একাদশে নাম নেই বার্সা তারকার।

অন্যদিকে গত মৌসুমে ১১২ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। এরপরও তাঁর না থাকাটা বিস্ময়কর। কারণ, তাঁর চেয়ে বেশি মূল্যে দলবদল করেছেন নেইমার, এমবাপ্পে, কৌতিনহোরা।

বিশ্বের সবচেয়ে দামি একাদশ

গোলরক্ষক : কেপা আরজিবালাগা (চেলসি, ৮০ মিলিয়ন ইউরো)

রক্ষণভাগ : কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি, ৫৬.৭ মিলিয়ন ইউরো), ভার্জিন ফন ডাইক (লিভারপুল, ৮৫ মিলিয়ন ইউরো), হ্যারি মাগুইরে (ম্যানচেস্টার ইউনাইটেড, ৮৮ মিলিয়ন ইউরো), লুকাস হার্নান্দেজ (বায়ার্ন মিউনিখ, ৮০ মিলিয়ন ইউরো)

মাঝমাঠ : রদ্রি (ম্যানচেস্টার সিটি, ৭০ মিলিয়ন ইউরো), পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড, ১০৫ মিলিয়ন ইউরো), ফ্রেঙ্কি ডি ইয়ং (বার্সেলোনা, ৭৫ মিলিয়ন ইউরো)

আক্রমণভাগ : ফিলিপে কৌতিনহো (বার্সেলোনা, ১২০ মিলিয়ন ইউরো), নেইমার (প্যারিস সেইন্ট জার্মেই, ২২২ মিলিয়ন ইউরো), কিলিয়ান এমবাপ্পে (প্যারিস সেইন্ট জার্মেই, ১৮০ মিলিয়ন ইউরো)।

সম্পাদনা : তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি