বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » মালিক-হাফিজ পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ


মালিক-হাফিজ পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৮.২০১৯


স্পোর্টস ডেস্ক:

২০১৯-২০ মৌসুমে কেন্দ্রীয় চুক্তিতে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চুক্তি থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ।

চুক্তির বাইরে চলে গেলেও দলে জায়গা পাওয়ার সুযোগ থাকছে মালিক ও হাফিজদের। মূলত তিন ফরম্যাটের খেলোয়াড়দের গেল ১২ মাসের পারফরম্যান্স ও ফিটনেস লেভেলের ওপর ভিত্তি করে তালিকা প্রস্তুত করেছে পাক বোর্ড।

বৃহস্পতিবার ১ জুলাই ২০১৯ থেকে ৩০ জুন ২০২০ পর্যন্ত চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম জানিয়েছে । এবার কেন্দ্রীয় চুক্তির আওতায় খেলোয়াড়ের সংখ্যা কমিয়েছে তারা। ৩৩ থেকে কমিয়ে ১৯ জনে নামিয়ে আনা হয়েছে।

এ ছাড়া কেন্দ্রীয় চুক্তিতে ক্যাটাগরির সংখ্যাও কমানো হয়েছে। পাঁচ ক্যাটাগরির জায়গায় এবার থাকছে ৪টি বিভাগ।

কেন্দ্রীয় চুক্তির শীর্ষ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন মাত্র তিন ক্রিকেটার। বাবর আজম, সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহ জায়গা করে নিয়েছেন ‘এ’ গ্রেডে।

এ চুক্তির মেয়াদে শ্রীলংকার সঙ্গে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ সিরিজ, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ সিরিজ এবং বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ সিরিজ খেলবে পাকিস্তান দল।

পিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা-

ক্যাটাগরি ‘এ’- বাবর আজম, সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহ।

ক্যাটাগরি ‘বি’- আসাদ শফিক, আজহার আলি, হারিস সোহেল, ইমাম-উল-হক, মোহাম্মদ আব্বাস, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি ও ওয়াহাব রিয়াজ।

ক্যাটাগরি ‘সি’- আবিদ আলী, হাসান আলী, ফখর জামান, ইমাদ ওয়াসিম, মোহম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ ও উসমান শিনওয়ারি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি