বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


৩০ হাজার পেরোল ডেঙ্গু রোগী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৮.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৪২৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসের প্রথম সাতদিনে মোট ১৫ হাজার ৮৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হলেন দেশে। এর আগে গত জুলাইয়ে মোট আক্রান্ত হয়েছিলেন ১৬ হাজার ২৫৩ জন। আর চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৩৪০। এর মধ্যে ২৩ হাজার ৬১০ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়, ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত এপ্রিলে দুজন, জুনে তিনজন, জুলাইতে ১৫ জন ও আগস্টে তিনজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেখা যায়, রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ৪০টি হাসপাতালে বর্তমানে ভর্তি থাকা রোগীর সংখ্যা ৮ হাজার ৭০৭। আর ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগসহ আট বিভাগে ভর্তি থাকা রোগীর সংখ্যা ৩ হাজার ৩১৮ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হওয়া মোট রোগীর মধ্যে ঢাকা শহরের ১১টি সরকারি-স্বায়ত্তশাসিত ও ২৯টি বেসরকারি হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ হাজার ২৭৫ এবং ঢাকা শহর ছাড়া মোট আট বিভাগে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫৩ জন। ঢাকার ২৯টি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩০ জন, আর বর্তমানে এসব হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ১০৩ জন, চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৮০৯ জন।

সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬২ জন, মিটফোর্ড হাসপাতালে ১৩৮, ঢাকা শিশু হাসপাতালে ৪৪, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৭, বারডেম হাসপাতালে ২৫, বিএসএমএমইউতে ৩৫, পুলিশ হাসপাতালে ৪২, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৯, বিজিবি হাসপাতালে আট, সম্মিলিত সামরিক হাসপাতালে ৪৫ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১১০ জন।

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগে ২৯৯ জন ভর্তি হয়েছেন, বর্তমানে রোগী ভর্তি আছেন ৭০০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ১৮৭ জন, খুলনা বিভাগে ১৮৬, রংপুর বিভাগে ৯১, রাজশাহী বিভাগে ১২৮, বরিশাল বিভাগে ১৫৯, সিলেট বিভাগে ৩৪ ও ময়মনসিংহ বিভাগে ৬৯ রোগী ভর্তি হয়েছেন।

তিতুমীর কলেজ ছাত্রের মৃত্যু: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেহেদী হাসান নামে সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থী মারা গেছেন। ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকালে মারা যান তিনি। মেহেদী হাসান অর্থনীতিতে স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা মেহেদী হাসান ঢাকায় থাকতেন কলেজের পাশের শহীদ আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসে।

বগুড়ায় এডিস মশার লার্ভা: বগুড়ায় এডিস মশার অস্তিত্ব রয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন। শহরের নাটাইপাড়ায় এডিস মশার লার্ভা পাওয়ার পর জেলার বিভিন্ন স্থানে পরীক্ষা করা হচ্ছে।

বগুড়া জেলা সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী জানান, শহরের নাটাইপাড়া, লতিফপুর কলোনি ও ঠনঠনিয়ায় এডিস মশার লার্ভা পরীক্ষা করা হয়। এর মধ্যে নাটাইপাড়ায় এডিস মশার লার্ভায় পজিটিভ পাওয়া গেছে।

বগুড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গতকাল জেলায় মোট চিকিৎসাধীন ছিলেন ১১৯ জন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৯৬ জন, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ১০, ইনডিপেনডেন্ট হাসপাতালে পাঁচ, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তিন, শামছুন নাহার ক্লিনিকে চার ও ইসলামী হাসপাতালে একজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

সম্পাদনা : তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি