শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আজ থেকে জম্মু ও কাশ্মীরে চালু হচ্ছে সরকারি দপ্তর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৮.২০১৯


ডেস্ক রিপোর্টঃ

ভারত সরকারের সংবিধানের ৩৭০ ও ৩৫-ক অনুচ্ছেদ প্রত্যাহারের সিদ্ধান্তকে ঘিরে কার্যত অচল ছিল জম্মু-কাশ্মীর। হিমালয়ের ওই উপত্যকা অঞ্চলে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। তবে আজ থেকেই বদলে যেতে শুরু করবে ভূস্বর্গ-খ্যাত কাশ্মীর উপত্যকার চেহারা। আজ থেকে জম্মু ও কাশ্মীরে চালু হচ্ছে সরকারি দপ্তর। উপত্যকার সাম্বা সেক্টরের সব স্কুল খুলছে আজ থেকেই। তবে আজ ও আগামীকাল শনিবার বন্ধ থাকবে জম্মু বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ শুক্রবারের জুমার নামাজ আয়োজনকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কাশ্মীর উপত্যকার প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, জম্মু-কাশ্মীরে ভোট হবে। সেখানকার মানুষ বিধায়ক-মুখ্যমন্ত্রী পাবেন। ঈদে বাড়ি ফেরার সুযোগ পাবেন প্রবাসী কাশ্মীরিরা। উপত্যকায় হবে উন্নয়ন, আসবে বিনিয়োগ। এ ছাড়া রাজ্যের মর্যাদাও আবার ফিরে পাবে জম্মু-কাশ্মীর।

নরেন্দ্র মোদি তাঁর ভাষণে আশ্বাস দেন, আগামী সোমবার ঈদের সময়ে কাশ্মীরের বাইরে থাকা মানুষ ঘরে ফিরতে পারবেন। সরকার তাঁদের সব রকম সাহায্য করবে। কাশ্মীরের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলেও আশ্বাস দেন মোদি।

আজ থেকেই কাশ্মীর উপত্যকার সরকারি দপ্তরগুলো খুলছে। জম্মু-কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে শ্রীনগরে প্রশাসনিক স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজে যোগদানের জন্য রিপোর্ট করতে বলা হয়েছে।

এ ছাড়া জেলা, ডিভিশন ও সিভিল সচিবালয়ের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে আজ থেকেই জরুরি ভিত্তিতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল দেশবাসীর উদ্দেশে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, কাশ্মীরে শান্তি ফেরানোই ভারত সরকারের মূল লক্ষ্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি