বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


গুলি বর্ষণ নয়, এবার হামলাকারী ছুড়িকাঘাতে যুক্তরাষ্ট্রে ৪ জন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৮.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

টেক্সাস ও ওহাইয়োতে গুলিবর্ষণের ঘটনার সাতদিনও হয়নি এরই মধ্যে আবারো এক সন্ত্রাসী ঘটনার সাক্ষী হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তবে গুলি বর্ষণ নয়, এবার হামলাকারী বেছে নিয়েছে ছুরি। দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলীয় অরেঞ্জ কাউন্টিতে এক সন্ত্রাসীর ছুরিকাঘাতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে দুজন। হামলাকারী ব্যক্তিকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ আগস্ট) স্থানীয় সময় রাতে ঘটনাস্থলে উপস্থিত একজন নিরাপত্তারক্ষীর কাছ থেকে একটি ছুরি ও আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় হামলাকারী। মূলত এরপরই নিরাপত্তারক্ষীকেই প্রথম গুরুতর জখম করে সেই হামলাকারী। বর্তমানে তাকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে হামলাকারীর নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এ দিকে ক্যালিফোর্নিয়া পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে ব্যক্তিটি মূলত ডাকাতির উদ্দেশ্যেই ওই হামলাটি চালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে হামলাকারীর স্বীকারোক্তি নেওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

অপর দিকে হামলার সত্যতা নিশ্চিত করে অরেঞ্জ কাউন্টির গার্ডেন গ্রোভ শহরের পুলিশ কর্মকর্তা কার্ল হুইটনি বলেছিলেন, ‘গ্রেফতারের সময় সে খুবই উত্তেজিত ছিল; এরই মধ্যে ব্যক্তিটি একাধিক নিরীহ লোকের ক্ষতি করেছে। আমরা মরদেহসহ সকল হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’

অরেঞ্জ কাউন্টির এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘আজ একটি বেকারিতে ডাকাতি হয়েছে। তাছাড়া একটি ইনস্যুরেন্স প্রতিষ্ঠানেও হামলা চালানো হয়। সেখানে পেছন থেকে এক নারীকে ছুরিকাঘাত করে এই হামলাকারী। যে কারণে সেই নারী গুরুতর আহত হয়েছেন। আমরা আশা করছি, তিনি বেঁচে থাকবেন এবং খুব শিগগিরই সুস্থ হয়ে ফিরে যাবেন।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি