শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ঈদযাত্রা: ৮ থেকে ১২ ঘণ্টা দেরিতে ছাড়ছে ট্রেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৮.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

ঈদের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে শিডিউল বিপর্যয়, যাত্রীর অতিরিক্ত চাপ, আসন না পাওয়ার ভোগান্তি মেনে নিয়েই শেকড়ের টানে বাড়ি ফিরছে মানুষ।

রাজধানীর কমলাপুর স্টেশন থেকে উত্তরবঙ্গের সব ট্রেনই ৮ থেকে ১৪ ঘন্টা বিলম্বে ছাড়ছে। এতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

শনিবার (১০ আগস্ট) সকালে কমলাপুর রেলস্টেশনে রাখা ডিসপ্লেতে দেয়া ট্রেনের সময়সূচি অনুযায়ী, রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৮ ঘণ্টা দেরিতে আনুমানিক বেলা ২টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ৬ ঘণ্টা দেরিতে আনুমানিক দুপুর সাড়ে ১২টায় ছেড়ে যাবে।

চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ৮ ঘণ্টা দেরিতে আনুমানিক বিকেল ৪টায় এবং রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি বিলম্ব হবে উল্লেখ করা থাকলেও সম্ভব্য সময় জানানো হয়নি।

তবে রেলসূত্র জানায়, প্রায় ৮ ঘণ্টা দেরিতে আনুমানিক বিকেল ৫টায় ছেড়ে যেতে পারে রংপুর এক্সপ্রেস। তবে এ সময় পরিবর্তনও হতে পারে।

তবে, তুলনামুলক কম সিডিউল বিপর্যয় রয়েছে, সিলেট ও চট্টগ্রামে।

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি