বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


হত্যা-ধর্ষণের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে জামিন নয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৮.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

হত্যা, ডাকাতি ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আগাম জামিন দেওয়া যাবে না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির শীর্ষ কয়েকজন নেতাসহ মোট ৩১ জনকে হাইকোর্টের দেওয়া আগাম জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ কিছু পর্যবেক্ষণ ও নির্দেশনাসহ এ রায় দিয়েছেন।

 

প্রকাশিত এই রায়ে হাইকোর্টকে কেবলমাত্র ব্যতিক্রমী মামলার ক্ষেত্রে সতর্কতার সঙ্গে আগাম জামিন বিবেচনা করতে বলা হয়েছে। আগাম জামিন দিলে তা ৮ সপ্তাহের বেশি নয় বলেও এ রায়ে উল্লেখ করেছেন আপিল বিভাগ।

এছাড়া মামলার চার্জশিট হয়ে গেল আগাম জামিন আর কার্যকর থাকবে না এবং আগাম জামিনের কোন অপব্যবহার হলে সে জামিন বাতিল হয়ে যাবে বলেও এ রায়ে উল্লেখ করেন আপিল বিভাগ।

এদিকে এই রায়ের কপি নিম্ন আদালতে যাওয়ার দুই সপ্তাহের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি শীর্ষ নেতাসহ এক্ষেত্রে হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়া অন্যদের নিম্ন আদালতে হাজির হতে বলা হয়েছে। সেইসঙ্গে নিম্ন আদালতকে তাদের জামিনের বিষয়টি আইনানুগভাবে বিবেচনা করতে রায়ে বলা হয়েছে।

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি