শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে জাতীয় শোক দিবস পালন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৮.২০১৯

মহিউদ্দিন ভূইঁয়া :
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে “শোক র‍্যালি”তে অংশগ্রহণ, বঙ্গবন্ধু মোরালে পুষ্পস্তবক অর্পণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মু্ক্িতযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার।

সকালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান, এ সময় সদর উপজেলা আওয়ামী লীগ, মহানগর যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ শ্রদ্ধা জানায়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, মহানগর যুবলীগের আহবায়ক আব্দুলাহ আল মাহমুদ সহিদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর ছাত্রলীগের আহবায়ক আব্দুল আজিজ সিহানু।

পরে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে শোক র‍্যালিতে অংশ নেন তিনি, শোক র‍্যালি কুমিল্লা নগর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে শেষ হয়। কালেক্ট্ররিয়েট পুকুর ঘাটে বৃক্ষ রোপন করেন, ১০টায় কুমিল্লা টাউন হল মুক্তমঞ্চে বিএমএ, স্বাচিব ও মহানগর আওয়ামীলীগের সহযোগিতায় রক্তের গ্রুপ সনাক্ত কর্মসূচীর উদ্বোধন করেন, বেলা ১১টায় কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে শোক দিবসের আলচনা সভায় যোগ দেন, আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি