বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » টাইগারদের প্রধান কোচ কে হবেন ?ডোমিঙ্গো নাকি হেসন, ঘোষণা আজই


টাইগারদের প্রধান কোচ কে হবেন ?ডোমিঙ্গো নাকি হেসন, ঘোষণা আজই


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০১৯

পূর্বাশা ডেস্ক:

টাইগারদের প্রধান কোচ পদের জন্য ঈদের আগে ঢাকায় এসে সাক্ষাৎকার দিয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। কিন্তু এই আলোচনা ছাপিয়ে অন্য একটি নাম ঘুরছে অন্তর্জালে। তিনি হলেন নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন। ভারতের সংক্ষিপ্ত তালিকায় থাকলেও কোহলিদের কোচ হননি হেসন। এতে বাংলাদেশের কোচ হয়ে হেসনের ঢাকায় আসার সম্ভবনা আরও প্রবল হলো।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, প্রধান কোচের সঙ্গে বোর্ডের আলোচনা অনেক দূর এগিয়েছে। সাকিবদের খেলা নিয়ে আগ্রহ আছে-এমন একজনের হাতেই উঠবে কোচিংয়ের দায়িত্ব।

বিসিবির এক বিশ্বস্ত সূত্র  জানিয়েছে আজ শনিবারই ঘোষণা দেওয়া হতে পারে কোচের নাম। ডোমিঙ্গো কিংবা হেসন, দুজনের যেকোন একজন হতে পারেন টাইগারদের কোচ।

আজ দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে কথা বলবেন নাজমুল হাসান পাপন। তিনি আজ ঘোষণা দিতে পারেন প্রধান কোচের নাম।

২০১৫ বিশ্বকাপে কিউইদের ফাইনালে তোলা হেসন আইপিএলের কিংস ইলেভেন পাঞ্জাবের কোচিংয়ের দায়িত্বে ছিলেন। তবে এই পদও ছেড়ে দিয়েছেন জাতীয় দলের কোচিং করানোর জন্য।

এদিকে রাসেল ডোমিঙ্গোর সাক্ষাৎকারে সন্তুষ্ট হয়ে জালাল ইউনুস বলেন, ‘রাসেল ডোমিঙ্গোর সাক্ষাৎকারে আমরা স্যাটিসফাইড। তিনি আমাদেরকে প্রেজেন্টেশন দিয়েছেন, কীভাবে বাংলাদেশ টিমের সঙ্গে কাজ করবেন তা নিয়ে। এতে আমরা সন্তুষ্ট।’

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি