বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দুই মাস পর সিদ্ধান্ত জানাবেন মাশরাফি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০১৯

পূর্বাশা ডেস্ক:

টাইগাদের প্রধান কোচের নাম ঘোষণা করতে আজ শনিবার সংবাদ সম্মেলনে হাজির হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রধান কোচের নাম ঘোষণার সঙ্গে সংবাদ সম্মেলনের আরেকটি ইস্যু ছিল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অবসরের বিষয়টি।

হেড কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গোর নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি। কিন্তু দ্বিতীয় ইস্যুটির কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখনই অবসর নিয়ে ভাবছেন না মাশরাফি। ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিতে আরো দুই মাস সময় নিয়েছেন দেশের সফলতম অধিনায়ক।

আজ দুপুরে হঠাৎ করে বিসিবি কার্যালয়ে আসেন মাশরাফি। তাকে দেখে শঙ্কা হয়েছিল হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আজই জানাতে পারেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তের জন্য আরো দুই মাস অপেক্ষা করতে হবে বিসিবিকে।

মাশরাফির সিদ্ধান্ত প্রসঙ্গে পাপন বলেন, ‘মাশরাফি এসেছিল দুই কারণে। ওর সঙ্গে আমি কোচ নিয়ে আলাপ করেছি। যেহেতু সে একজন অধিনায়ক। আরেকটা জিনিস ছিল একটা ওয়ানডে জিম্বাবুয়ের সঙ্গে করব কি না। সেই ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। সে(মাশরাফি) কী মনে করে। মাশরাফি মনে করে, এখনই এই সিদ্ধান্ত নেওয়া তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যেহেতু আগামী মার্চের আগে আমাদের কোনো ওয়ানডে নেই। সেজন্য এখনই না হলে তাঁর জন্য সুবিধা হয়। দুই মাস পরে হলে সে সিদ্ধান্ত নিতে পারবে অবসর নিয়ে তাঁর পরিকল্পনা কী? আপাতত সেটা সে চিন্তা করবে।’

বিশ্বকাপের সময় থেকে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন মাশরাফি। চোটে পড়ায় কয়েক দিন আগে হওয়া শ্রীলঙ্কা সফরেও যেতে পারেননি। কিছুদিন ধরে নিজ এলাকায় ঈদের ছুটি কাটান ক্যাপ্টেন। ছুটি শেষে ঢাকায় ফিরে বিসিবি সভায় যোগ দেন মাশরাফি।

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি