বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রোহিঙ্গা শিশুদের জন্য চার বছর মেয়াদি শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে, বললেন ব্র্যাকের ব্যবস্থাপনা কর্মসূচির প্রধান


রোহিঙ্গা শিশুদের জন্য চার বছর মেয়াদি শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে, বললেন ব্র্যাকের ব্যবস্থাপনা কর্মসূচির প্রধান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০১৯

পূর্বাশা ডেস্ক:

রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিক্ষা কার্যক্রম নিয়ে ব্র্যাকের মানবিক ত্রাণ সংকট ব্যবস্থাপনা কর্মসূচির প্রধান মোহাম্মদ আবদুস সালাম বলেন, রোহিঙ্গা শিবিরে বর্তমানে যে ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে তা গতানুগতিক শিক্ষা ব্যবস্থার মতো না। বাস্তব শিক্ষা বলতে আমরা যা বুঝি ক্যাম্পগুলোতে তা অনুপস্থিত।

তিনি বলেন, ইউনিসেফের পরিচালিত যে মডিউল আছে ‘এডুকেশন ইমারজেন্সি’ অনুযায়ী শিক্ষার পাশাপাশি অতিরিক্ত পাঠ্যক্রম অ্যাক্টিভিটি করছে। তার মূল কারণ হলো গত দুই বছর ধরে শিক্ষার যে বিষয় বস্তু একই পর্যায়ে রয়েছে।

রোহিঙ্গা শিবিরে শিশুদের যে শিক্ষা দেয়া হচ্ছে তা কার্যকর নয় বলে উল্লেখ করে আবদুস সালাম বলেন, রোহিঙ্গাদের নিজস্ব ভাষায় শিক্ষা নেয়ার চেয়ে তারা খেলাধুলা করে সময় পার করে। তবে, আমাদের মূল উদ্দেশ্য হলো, বাংলাদেশ থেকে তারা শিক্ষা গ্রহণ করে নিজ দেশে ফেরত যাবার পর তারা যেন লেখাপড়া চালু রাখতে পারে। তবে, এই অল্প শিক্ষা দিয়ে তারা কিছুই করতে পারবে না। কারণ এটি সার্টিফাইট (প্রত্যয়িত) না। মিয়ানমার বা আন্তর্জাতিক কমিউনিটি এই শিক্ষা কার্যকর হয়েছে বলে মনে করবে না।

তিনি বলেন, রোহিঙ্গা শিশুদের যে শিক্ষা দেয়া হচ্ছে তা দিয়ে তারা নিজ দেশে যাবার পর তা দিয়ে অন্য কোনো ফর্মালিটিজগুলো পড়তে পারবে না। যার কারণে এখানে ‘গাইডলাইন অন ইন ফর এডুকেশন’ কার্যক্রম চালু হচ্ছে। এটি চার বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম, যা দিয়ে তারা ৪র্থ শ্রেণি পর্যন্ত পড়তে পারবে। তার জন্য বই ছাপার কাজ শেষ হয়েছে, যা শিগগিরই চালু হবে। তবে তা অবশ্যই সার্টিফাইট হতে হবে।

তিনি আরো বলেন, চার বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম চালু করার জন্য পর্যাপ্ত পরিমাণে শিক্ষাকেন্দ্র স্থাপন করা যাচ্ছে না। তার সাথে এই কার্যক্রমের জন্য আরো বিনিয়োগ করা দরকার। তবে এই ধরনের উদ্যোগের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা এখনও নেই।

সম্পাদনা: তানজিনা রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি