বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লার বরুড়ায় নাগরিক কল্যান পরিষদের উদ্যেগে বয়োজ্যেষ্ঠ আলেম-ওলামা ও গুণীজন সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত


কুমিল্লার বরুড়ায় নাগরিক কল্যান পরিষদের উদ্যেগে বয়োজ্যেষ্ঠ আলেম-ওলামা ও গুণীজন সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৮.২০১৯

সাকিব আল হেলাল:

শনিবার(১৭ আগস্ট) বিকাল ৩টায় বরুড়া হুরুয়া তাজবীদুল কুরআন মাদরাসায় বরুড়া নাগরিক কল্যাণ পরিষদের উদ্যোগে অবসরপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ আলেম-ওলামা ও গুণীজন সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরুড়ার প্রবীণ আলেমেদ্বীন উস্তাযুল আসাতিযা মাওলানা ক্বারী আব্দুর রহমান হুরুয়ার হুজুরের সভাপতিত্বে মাওলানা আব্দুল্লাহ আল আশরাফের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়ার কৃতি সন্তান কাতার ধর্ম মন্ত্রণালয় মসজিদের ইমাম ও খতিব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার্স হযরত মাওলানা মুশাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী বড় মাদরাসার মুহাদ্দিস বিশিষ্ট আরবি সাহিত্যিক বরুড়ার কৃতিসন্তান হযরত মাওলানা মুফতী
তাজুল ইসলাম ভূঁইয়া সাহেব ( ভৈষখলার হুজুর) নোমান আব্দুল গনী আল মাদানী, মাওলানা সিরাজুল হক, মাওলানা মনজুর মুজিব।

অনুষ্ঠানে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়, মাওলানা ক্বারী আব্দুর রহমান সাহেব, মাওলানা আলী আশরাফ সাহেব, মাওলানা ইয়াকুব সাহেব, মাওলানা আব্দুল মোমিন, মাওলানা আবু সায়ীদ, মাওলানা ইউনুস সাহেব, মাওলানা এমরান হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা মোস্তফা, মাওলানা ইউসুফ নিজামী, মাওলানা লোকমান হোসেন, মাওলানা ইলিয়াস, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মমিনুল হক, মাওলানা আহমদ উল্লাহ, হাফেজ ওয়ালিউল্লাহ, মুফতি ইউসুফ মোহাম্মদ, মাওলানা মাকসুদুল হাসান, মাওলানা আব্দুল্লাহ আল আশরাফী, ডাক্তার যোবায়ের হোসেন মিয়াজী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মাহফুজুর রহমান ইয়ামিন, মাওলানা মোহাম্মদ উল্লাহ, মুফতি রফিউদ্দীন মাহমুদ নূরী, মাওলানা এনামুল হক মাসুদ, মাওলানা ইলিয়াস, মাওলানা আবুল হাসান, মাওলানা উসমান গনী, মাওলানা মাহমুদুল হাসান, মুফতী ইমরান হুসাইন, মাওলানা অলিউল্লাহ, যুবনেতা ইমরান হোসেন সুমন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রবীণ ও বয়োজ্যেষ্ঠ আলেম ওলামাদেরকে ইলমে দ্বীন শিক্ষা, প্রচার ও প্রসারের ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ হাদিয়া প্রদান করা হয়।এ সময় ভবিষ্যতে আরো ব্যাপক পরিসরে অবসরপ্রাপ্ত ওলামায়ে কেরামকে সম্মাননা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। দল-মত নির্বিশেষে সকল পর্যায়ের বরুড়া নাগরিকদেরকে সাথে নিয়ে বরুড়া নাগরিক কল্যাণ পরিষদের কর্মতৎপরতা বিরামহীনভাবে অব্যাহত থাকবে। যে কোন শ্রেণী ও পেশার মানুষের কল্যাণে বরুড়া নাগরিক কল্যাণ পরিষদ কাজ করে যাবে বলে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আশা ব্যক্ত করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি