শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় ফিলিং স্টেশনে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে খোরশেদ আলম নামে এক ব্যক্তি নিহত


কুমিল্লায় ফিলিং স্টেশনে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে খোরশেদ আলম নামে এক ব্যক্তি নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৮.২০১৯

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় ফিলিং স্টেশনে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে খোরশেদ আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরেকটি গাড়ির চালক কামাল হোসেন, হেলপার ও ফিলিং স্টেশনের ৪ কর্মচারীসহ ৬জন। নিহত খোরশেদ রিভার ভিউ নামে ওই ফিলিং স্টেশনের স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১৯ আগস্ট) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার রিভার ভিউ ফিলিং স্টেশনে যমুনা সার্ভিস নামে একটি বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার এসআই অঞ্জন কুমার নাহা জানান, “কুমিল্লা-ফেনী সড়কের যমুনা সার্ভিস নামে একটি বাস সকাল সাড়ে ১১টায় পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার রিভার ভিউ ফিলিং স্টেশনে গ্যাসের জন্য প্রবেশ করে। বাসের সিলিন্ডারে গ্যাসের সংযোগ দেওয়ার সাথেই সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে থাকা ওই গাড়ির চালক, হেলপার, পার্শ্ববর্তী যমুনা নামে আরেকটি গাড়ির চালক এবং ফিলিং স্টেশনের ৪ স্টাফ আহত হয়। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারমধ্যে চিকিৎসকরা খোরশেদকে ঢাকা নেওয়ার পরামর্শ দিলে, পথে তিনি মারা যান।”

এদিকে, রহমত উল্লাহ নামে এক চালক জানান, যমুনা নামে ওই বাস সার্ভিসের অধিকাংশ পরিবহনের ফিটনেস কাগজপত্র নেই। পুরাতন গ্যাস সিলিন্ডার দিয়ে গাড়ির জ্বালানির ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। সার্ভিসের সবগুলো গাড়ির গ্যাস সিলিন্ডার বিপজ্জনক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি